আরও একবার রাজ্যসভায় মনোনিত হলেন স্বপন দাশগুপ্ত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আরও একবার রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনিত হলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। আরও একবার রাষ্ট্রপতি ভবনের দ্বারা মনোনিত হলেন তিনি৷ একইসঙ্গে মনোনিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী মহেশ জেটমালানি।
একুশের বিধানসভা নির্বাচনে হুগলীর তারকেশ্বর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেন স্বপন দাশগুপ্ত। টিকিট পাওয়ার পরেই স্বপন দাশগুপ্তের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যসভার সদস্য হয়ে কীভাবে বিধানসভার প্রার্থী হতে পারেন? প্রশ্ন তোলেন তিনি। এরপরেই রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেন বিজেপি নেতা৷ কিন্তু তৃণমূল প্রার্থী রমেন্দু সিংহ রায়ের কাছে পরাজিত হন তিনি।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আরও একবার ভারতীয় সংবিধানের ৮০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাঁকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনিত করেছে রাষ্ট্রপতি ভবন।
এর আগে ২০১৬ সালে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনিত হন। ২০২২ অবধি রাজ্যসভায় মেয়াদ ছিল স্বপন দাশগুপ্তের। কিন্তু মেয়াদ শেষের আগেই ইস্তফা দেন তিনি। ১৯৫২ সালে রাজ্যসভা গঠনের পর এই প্রথমবার এধরনের ঘটনা ঘটল টুইট করে কটাক্ষ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ।
এর আগে তৃণমুলের হয়ে রাজ্যসভার সাংসদ হন মানস ভুইয়া। রাজ্যসভায় ইস্তফা না দিয়েও লোকসভা নির্বাচনে প্রার্থী হন তিনি। লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে পরাজিত হয়েও রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। আবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মন্ত্রীসভায় জায়গা পেলেন। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে হবে তাঁকে।