করোনা আবহে প্রতীকী অবস্থান ও ত্রাণ বন্টন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যাদবপুর বিধানসভার 96,99,102 এবং 105 নং ওয়ার্ডে প্রায় 580 প্যাকেট তৈরী খাবার মানুষের হাতে তুলে দেওয়া হলো। কাজে উৎসাহিত হয়ে অসংখ্য অভিমানী কার্যকর্তারা আরো নতুন কার্যকর্তাদের নিয়ে ফিরে আসছেন।

তাদের ও পুরাতন কার্যকর্তাদের যৌথ উদ্যোগে আরো বেশী করে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হলো ,বাজার করা, সব্জি কাটা,রান্না করা থেকে প্যাকেট বানিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দেওয়া।

এই পুরো প্রক্রিয়াটি কার্যকর্তারা স্বেচ্ছায়, সেবার মনোভাব নিয়ে যে নৈপুন্য এবং দক্ষতার সঙ্গে দিনের পর দিন করে চলেছেন তা এক কথায় অভূতপূর্ব। ঘরে ঘরে গিয়ে খাদ্য দ্রব্য পৌঁছান বিজেপির রাজ্য সম্পাদিকা শর্বরী মুখার্জী।

যে রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ বেশী সেদিকে নজর দিক কেন্দ্রঃ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ব্যার্থতা, রেশনের চাল সহ খাদ্যদ্রব্য চুরি, বিজেপি MP, MLA, নেতাদের ত্রাণ বিলিতে রাজ্য সরকারের বাধাপ্রদান এর প্রতিবাদে রাজ্য সম্পাদিকা শর্বরী মুখার্জীর নেতৃত্বে যাদবপুর বিধানসভার 105 নাম্বার ওয়ার্ডে প্রতীকী অবস্থান বিক্ষোভ চলে এবং একই স্থানে বসে “মন কি বাত” অনুষ্ঠান শোনা হলো।

সম্পর্কিত পোস্ট