Taherpur Municipality : মাটি কামড়ে পড়ে থাকলে ফল পাওয়া যায়, তাহেরপুরকে দেখিয়ে বলছে বামেরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড় বললেও কম বলা হবে। যেন সবুজ সুনামি উঠেছে। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র সবুজ আবিরে ছয়লাপ। কিন্তু শাসক পক্ষের এই ঝড় নদিয়ার ছোট্ট পুর এলাকা তাহেরপুরে এসে থেমে গিয়েছে!
চারিদিকে সবুজ ঢেউয়ের মাঝে আসন সংখ্যা বাড়িয়ে তাহেরপুর পুরসভা ( Taherpur Municipality ) ধরে রাখল বামেরা। এর আগের পুরভোটে তারা এখানকার ১৩ টি ওয়ার্ডের মধ্যে ৭ টিতে জয়ী হয়েছিল। কিন্তু এবার ৮ টি ওয়ার্ডে জিতেছে বাম প্রার্থীরা। বাকি পাঁচটি ওয়ার্ড পেয়েছে তৃণমূল।
Taherpur Municipality
তাহেরপুরে ( Taherpur Municipality ) বরাবরই সিপিএমের দাপট ছিল। কিন্তু গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এখানে শুধুই পিছিয়েছে বামেরা। এবারের পুরভোটে তাহেরপুর নিয়ে বাম শিবিরের অতি বড় সমর্থকও বিশেষ কিছু আশা করেনি। কিন্তু সকলকে চমকে দিয়ে অভাবনীয়ভাবে পুরসভা দখলে রেখে দিল বামেরা। যাদেরকে ফেভারিট ভাবা হচ্ছিল সেই বিজেপি তাহেরপুরে খাতা খুলতে পারেনি।
Municipal Election Result 2022: ১০৮ না হলেই অবাক হতে হবে!
রাজ্যের একমাত্র পুরসভায় বামেদের জয়ের ফলে শিরোনামে উঠে এসেছে তাহেরপুর ( Taherpur Municipality )। সোশ্যাল মিডিয়ায় বামেদের পরিচিত মুখেরাও তাহেরপুর নিয়ে প্রচারের ঝড় তুলেছে। কিন্তু তাহেরপুর বুঝিয়ে দিল শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করলে ফল অন্যরকম হতে পারে।