জাতির উদ্দেশ্যে তালিবান সরকার প্রধানের ভাষণে শান্তির প্রতিশ্রুতি! উন্নয়নের আশ্বাস

দ্য কোয়ারি ডেস্ক: আফগানিস্তানের সরকার দ্বিতীয়বারের মত গড়ার পরেই শান্তি বার্তা দিল তালিবান সরকার। কাবুল থেকে সম্প্রচারিত হয়েছে সেই ভিডিও।

বিবিসি জানাচ্ছে, আফগান জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভিডিও ভাষণে তালিবানের উপপ্রধান নেতা মোল্লা বারাদার আখুন্দ বলেছেন, এখন সময় হয়েছে আফগানিস্তানের মানুষের সেবা আর তাদের জীবনমান উন্নয়ন করার।

তালিবান সরকারের প্রধান হিসেবে মোল্লা বারাদার দায়িত্ব নেবেন। কাতারের রাজধানী দোহা শহরে তালিবান কার্যালয়ে মোল্লা বারাদারের বহু সাংবাদিক সম্মেলন হয়েছে। আমেরিকার উপস্থিতিতে আফগান-তালিবান শান্তি বৈঠকে মোল্লা বারাদার গুরুত্বপূর্ণ মন্তব্য করতেন। তবে তালিবান প্রধান হাইবাখান্দা আখুন্দাজাদা এখনও প্রকাশ্যে আসেনি।

আখুন্দাজাদার হাতেই তালিবান সংগঠনের সব নির্দেশের চাবিকাঠি। তার নির্দেশে তালিবান উপপ্রধান মোল্লা বারাদার আফগানিস্তানের সরকারের প্রধান হয়েছেন। এই জঙ্গি নেতা রবিবার কাতার থেকে কাবুলে বিশেষ বিমানে আসেন। তিনি কাবুলের প্রেসিডেন্ট ভবনে যেতেই আশরাফ ঘানি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের করেন।

এরপর ঘানিকে আফগানিস্তান ছাড়তে বলে তালিবান সরকার। ঘানি এখন তাজিকিস্তানে রয়েছেন রাজনৈতিক আশ্রয়ে। জানিয়েছেন, বহু রক্তপাত এড়াতেই পদত্যাগ করে আফগানিস্তান ছেড়েছি।

আরও পড়ুন: Welcome To Afghanistan ! মাথা কেটে নেওয়া তালিবান সরকারের প্রথম দিন

সোমবার আফগানিস্তানে দ্বিতীয়বার সরকার গড়া তালিবানের প্রথম দিন। জাতির উদ্দেশে ভাষণে তালিবান উপ প্রধান মোল্লা বারাদার বলেন, ‘আমাদের জাতিকে আমরা সবচেয়ে ভাল সেবা দেব, পুরো জাতির জন্য শান্তি নিয়ে আসব, তাদের জীবনমানের উন্নয়নের জন্য যতদূর যা করা দরকার, আমরা তাই করব।

অবশ্য শান্তির বার্তা দিলেও তালিবান জঙ্গিরা গণহত্যা চালাচ্ছে বিভিন্ন প্রদেশে। মহিলারা গণধর্ষিত হচ্ছেন বলেই জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম। আফগানিস্তানে এখন তালিবান জঙ্গি সরকার।

সম্পর্কিত পোস্ট