Taki Municipality Corruption : চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উপ পৌরপ্রশাসক আজিজুল ইসলাম গাজী বিরুদ্ধে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরভোটের আগেই বড়োসড়ো কেলেঙ্কারির ( Taki Municipality Corruption ) চক্র ফাঁস উত্তর ২৪ পরগনার টাকি পৌরসভার অন্দরে। মুখ্যমন্ত্রী বারবারই বলছিলেন দলে কোনরকম দুর্নীতি বরদাস্ত করবেন না। এবার সেই বড়োসড়ো দুর্নীতির অভিযোগ পৌরসভার ( Taki Municipality Corruption ) উপ পৌরপ্রশাসক আজিজুল ইসলাম গাজী বিরুদ্ধে।
মজদুর পোস্টে স্থায়ী চাকরি দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগে উত্তাল টাকি পৌরসভা ( Taki Municipality Corruption ) । চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে সরাসরি টাকি পৌরসভার নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
Taki Municipality Corruption
বসিরহাট দক্ষিন বিধানসভার টাকী পৌরসভায় ( Taki Municipality Corruption ) ৪০ টি পোস্টে স্থায়ী চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারনার অভিযোগ রয়েছে। মজদুর পদে চাকরি দেওয়ার নাম করে টাকি পৌরসভার প্রাক্তন বড় বাবু রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে এ বিষয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।রবীন্দ্রনাথ ভট্টাচার্য ছাড়াও আরো বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। পৌর সভার অস্থায়ী কর্মচারী জিয়ারুল হকের চাকরি স্থায়ী করে দেওয়ার নাম করে তার থেকেও টাকা নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ তার।
আজিজুল ইসলাম গাজী ছাড়াও টাকি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলার মৃত্যুঞ্জয় ঋষিদাসের বিরুদ্ধেও একই ভাবে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।