মাত্র কয়েকঘন্টার অপেক্ষা , তালিবান দখলের মুখে কাবুল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আফগান রাজধানী কাবুলে শুরু গুলির লড়াই। প্রেসিডেন্ট ভবনের কাছেই গুলির শব্দ। তালিবান হামলায় কাবুল ত্রস্ত। তালিবান হামলা বাড়ছে। চতুর্দিক থেকে কাবুলে জঙ্গি হামলা।
আফগান সেনা পালাচ্ছে। প্রেসিডেন্ট গার্ড লড়ছে। ফের তালিবান দখলের মুখে কাবুল।
ছন্নছাড়া সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করে ফের তালিবানের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি৷ কিন্তু তালিবানের প্রতিঘাতের মুখে কোনও লড়াই টিকল না৷ শেষ পর্যন্ত রাজধানী কাবুলেও ঢুকে পড়ল তালিবানরা৷
কাবুলের অতি নিকটে তালিবান, নাজিবুল্লাহর মতো প্রেসিডেন্ট ঘানিকে খুন করবে জঙ্গিরা?
চলতি বছরের এপ্রিলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন৷ ১১ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা৷ আমেরিকার ঘোষণায় শক্তিসঞ্চয় করতে শুরু করে তালিবানরা৷
এর পর গত তিন মাসে একের পর এক প্রাদেশিক রাজ্যগুলির দখল নিতে শুরু করে তালিবান৷ রাজধানী দখলের লক্ষ্যে কাবুলের আশেপাশের এলাকা কবজা করে নেয় তারা৷