তালিবান অনলাইন ক্যাব বুকিং! যাত্রীদের ভিড়
দ্য কোয়ারি ডেস্কঃ কী করতে চাইছে তালিবান জঙ্গিরা?আফগানিস্তানের দখল নিয়ে ফের সরকার গড়ে নির্বিচারে গণহত্যা যে হবেই তার ইঙ্গিত যেমন আসছে তেমনই এসেছে চমকে দেওয়া ছবি। সরকার নিয়ন্ত্রণহীন এলাকায় চালু হয়েছে জঙ্গিদের অনলাইন ক্যাব বুকিং। বিশেষ ফোন নম্বর থেকে সেই বুকিং হচ্ছে।
যেভাবে তালিবান জঙ্গিদের অনলাইন ক্যাব বুকিং হচ্ছে তা চমকপ্রদ। অধিকৃত এলাকা থেকে পাওয়া প্রত্যক্ষদর্শীদের মন্তব্য, গাড়িতে ঠাসাঠাসি ভিড়। প্রত্যেকের নাম পরিচয় ফোন নম্বর রেজিস্টার করা হচ্ছে।
পলাতক আফগান সেনাদের ছেড়ে যাওয়া এলাকার প্রশাসনিক ক্ষমতা দখলকারী তালিবান জঙ্গিরা যানচলাচল নিয়ন্ত্রণ রাখতে নতুন ক্যাব সার্ভিস চালু করেছে। গত নব্বই দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজ আফগানিস্তান ছাড়তেই নেমে এসেছিল গৃহযুদ্ধ ও তালিবান শাসন। তখন
যান চলাচল নিয়ন্ত্রণে জারি হয়েছিল বিশেষ টোকেন ব্যবস্থা। দু দশক পর এবার অনলাইন বুকিং।
বিবিসি’র খবর, তালিবান হামলায় ইতিমধ্যেই আফগান-তাজিকিস্তান সীমান্ত এলাকার বড় অংশ সরকারের হাতছাড়া। আফগান সেনা ভয়ে পালিয়ে যাচ্ছে তাজিকিস্তানে। সে দেশের সরকার পলাতক আফগানি সেনাদের শেল্টার দিচ্ছে।
সুস্মিতার লেখা সেই তালিবানি ভয়ঙ্কর দিন ফের ফিরছে আফগানিস্তানে
এদিকে দেশটির ১৫০টির বেশি জেলা সরকারের হাতছাড়া। সেখানে তালিবান শাসন চলছে। জারি হয়েছে কঠোর ধর্মীয় শরিয়া আইন। এই আইন অনুসারে মহিলাদের প্রকাশ্যে পুরুষসঙ্গী ছাড়া বের হলেই ভয়ঙ্কর শাস্তি হবে। তেমনই রয়েছে তালিবান ফতোয়া না মানলে গলা কেটে নেওয়ার নিয়ম।
আফগানিস্তানের অবস্থা উত্তরোত্তর খারাপের দিকে। মার্কিন সেনা তাদের মূল ঘাঁটি বাগরাম থেকে সরে আসতেই তালিবান হামলা প্রবল হয়েছে। তাদের রুখতে গিয়ে আফগান সেনার কোমর ভেঙে গেছে। প্রকাশ্যেই আফগান কমান্ডাররা স্বীকার করছেন নিজেদের অসহায় পরিস্থিতি।
রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানাচ্ছে, পূর্বতন সেভিয়েত লাগোয়া আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গি ততপরতা বাড়বে এমন আশঙ্কা প্রবল। মার্কিন সেনা সরে যাচ্ছে খবরে মস্কো উদ্বিগ্ন। ক্রেমলিন সর্বক্ষণ আফগান পরিস্থিতির উপর নজর রাখছে।
সোভিয়েত পতনের পর জন্ম নেয় তাজিকিস্তান। এই দেশে পালিয়ে আসা আফগানি সেনাদের সঙ্গে নিয়েই কি নতুন কোনও অভিযানের পরিকল্পনা মস্কোর? উঠছে এই প্রশ্ন। সংবাদ সংস্থা ‘তাস’ আরও জানাচ্ছে তাজিকিস্তান সরকার কে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া।
বিশ্ব জোড়া প্রশ্ন, রুশ প্রেসিডেন্ট তথা সোভিয়েত আমলের কেজিবি স্পাই ভ্লাদিমির পুতিন কি তাঁর নতুন ঘুঁটি আফগানিস্তানকেই করবেন।