Big Breaking যে কোনও মুহূর্তে কাবুল দখল করবে তালিবান

বন্ধ হল ভারতীয় দূতাবাস, চরম উদ্বেগ

দ্য কোয়ারি ডেস্ক: ফের আফগানিস্তানে তৈরি হতে চলেছে ভয়াবহ তালিবান সরকার। ১৯৯৬ সালের পর আবার এই দেশ নিচ্ছে জঙ্গিদের হাতে মাথা কাটার সরকার। আফগান রাজধানী কাবুল থেকে অল্প দূরে রয়েছে তালিবান বাহিনি।

আল জাজিরা জানাচ্ছে, কাবুল জুড়ে প্রবল আতঙ্ক। সরকারি আফগান সেনা পালাচ্ছে। রাজধানী কাবুলের থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে রয়েছে তালিবান। যে কোনও মুহূর্তে আফগানিস্তান সরকারের পতন হবে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাবাহিনিকে প্রবল লড়াই করার আহ্বান জানান। তবে তাঁর আহ্বান না মেনেই পালাচ্ছে আফগান সেনা।

এদিকে কাবুলে থাকা জনগণ তো বটেই বিভিন্ন দেশের নাগরিকরা ত্রস্ত। মার্কিন নাগরিকদের সরাতে বিশেষ বাহিনি পাঠিয়েছে সে দেশের সরকার। ভারতীয় দূতাবাস বন্ধ। ভারতীয়দের সরাতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি।

কাবুলের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ছে।কোনওরকমে জঙ্গিদের ঠেকিয়ে রেখে বিদেশি নাগরিকদের সরানোর কাজ চলছে।

বিবিসি জানাচ্ছে, সবশেষ খবরে মাজার ই শরিফ এলাকায় আবদুর রশিদ দোস্তামের বাহিনির সাথে তালিবান জঙ্গিদের প্রবল লড়াই চলছে।উত্তর আফগানিস্তানে মাজারই শরিফই একমাত্র প্রধান শহর যেটি এখনও সরকারি নিয়ন্ত্রণে আছে।

আরব দুনিয়ার দেশ কাতার সরকারের তরফে তালিবানদের প্রতি বার্তায় হামলা বন্ধ রাখার আবেদন করা হয়েছে। কাতার সরকারের উদ্যোগেই মার্কিন যুক্তরাষ্ট্র, আফগানিস্তান সরকার ও তালিবানের মধ্যে বারবার শান্তি আলোচনা হয়েছে।

সম্পর্কিত পোস্ট