কান্দাহারের ভারতীয় দূতাবাসে ঢুকল তালিবান, বহু নথি নষ্ট
ভারতের প্রতি গরম বার্তা তালিবান জঙ্গি সরকারের
দ্য কোয়ারি ডেস্ক: আগেই দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়েছে ভারত সরকার। বন্ধ ছিল কান্দাহার ও হেরাটের ভারতীয় বাণিজ্য দূতাবাস। সেই বন্ধ দরজা ভেঙে ঢুকে পড়েছে তালিবানি জঙ্গিরা।
আফগানিস্তান দ্বিতীয়বার দখল করার পর তালিবান জঙ্গি নেতৃত্ব ভারতকে সমঝে চলার হুঁশিয়ারি দেয়। জানায়, আফগানিস্তানের দিকে বেশি নজর দেওয়া বরদাস্ত করা হবে না। তবে ভারতীয়দের ছাড়িয়ে আনতে যে বিমান গিয়েছিল তা আটকায়নি জঙ্গিরা।
এবার খবর আসছে, কান্দাহার ও হেরাট প্রদেশের ভারতীয় দূতাবাসের ভিতর ঢুকে তল্লাশি চালিয়েছে তালিবান। দূতাবাস থেকে বেশকিছু নথি তারা নিয়েছে। এইসব নথি কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট নয়।
তবে রাজধানী কাবুলের ভারতীয় দূতাবাস বন্ধ হলেও সেখানে এখনও তালিবান ঢোকেনি। যে কোনও দিন কাবুলের ভারতীয় হাইকমিশনে তারা ঢুকবে বলেই মনে করা হচ্ছে।
তালিবান দখলে আফগানিস্তান চলে যাওয়ার আগে থেকেই বিভিন্ন দেশের দূতাবাস বন্ধ হতে থাকে। দূতাহাসগুলি খালি করে কর্মীদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায় সংশ্লিষ্ট দেশের সরকার। তবে ইরান, চিন, রাশিয়া, তুরস্ক তাদের দূতাবাস খোলা রেখেছে কাবুলে।
কাবুলের বিখ্যাত গ্রিন জোনে রয়েছে দূতাবাস ও আফগান শীর্ষ আমলা, অপসারিত সরকারের মন্ত্রীদের ভবন ও প্রাক্তন প্রেসিডেন্টদের বাসভবন। সেখানেই প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বিশেষ বৈঠক করে তালিবান প্রতিনিধিরা। এলাকাটিতে টহল দিচ্ছে তালিবান জঙ্গিরা।