“সরকার আমাদের মৃত্যুর মুখে ফেলে দিল ” বলে অসহায় আফগানিরা মাথা কাটার অপেক্ষায়
কান্দাহার থেকে কাবুলের দিকে যাচ্ছে জঙ্গিরা
দ্য কোয়ারি ডেস্ক: কান্দাহার দখল শেষে তালিবান জঙ্গিদের দাবি দ্রুত রাজধানী কাবুল দখল করা হবে। বিভিন্ন বেসরকারি সংবাদমাধ্যমের খবর, ইতিমধ্যেই কাবুল জুড়ে শুরু হয়েছে সরকারি দফতর থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরানোর কাজ।
কান্দাহার হলো আফগানিস্তানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। এই শহর তালিবান কব্জায়। রাস্তায় রাস্তায় মিসাইল ও এ কে ৪৭ নিয়ে চেকপোস্ট বসিয়েছে তালিবান। জারি হয়েছে তাদের আইন। এই আইন না মানলে মাথা কাটার ফরমান রয়েছে।
আরও পড়ুন: সেই কান্দাহার ফের তালিবান দখলে, যেখানে হয়েছিল IC814 বিমান অপহরণের নাটকীয় শেষ পর্ব
তবে মাথা কাটা চলছে আফগানিস্তানে। যে সব প্রদেশ তালিবান দখলে সেখানে গণহত্যা শুরু হয়েছে। মহিলাদের গণধর্ষণ করে মারার কাজ চলছে।
আফগান জনগণের দাবি সরকার হাল ছেড়ে দিয়েছে। তারা জঙ্গিদের হাতে আমাদের মাথা কাটার সুযোগ করে দিল।
তালিবানরা সরকারের অংশীদার হোক। এমনই বার্তা দিয়েছে আফগানিস্তান। ইউরোপীয় ইউনিয়নের তরফে এসেছে বার্তা। ফলে তালিবান ও আফগান সরকারের যৌথ কর্মসূচি হতে পারে ভবিষ্যতে। কিন্তু তালিবান চায় কাবুল দখল।
কান্দাহার থেকে কাবুলের দূরত্ব ৪০০ কিলোমিটারের একটু বেশি। কান্দাহার দখলের পর কাবুলের দিকে যাচ্ছে তালিবান। কাবুল ছেড়ে পালাতে শুরু করেছে আফগান সেনা।