আফগানিস্তানের সর্বোচ্চ নেতা তালিবান প্রধান আখুন্দাজাদা কোথায়? খোঁজ চলছে

দ্য কোয়ারি ডেস্ক: মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা। তালিবান প্রধান। এতদিন যাকে পেলেই গুলি করে মারার নির্দেশ ছিল, সেই এখন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা। হাইবাতুল্লা আখুন্দাজাদা তালিবান সুপ্রিমোর নির্দেশে সরকার গড়ছে জঙ্গি সংগঠনটি।

কেউ জানে না কোন গুহায় তার বাস। কালাশনিকভ আপ গ্রেনেড লঞ্চার নিয়ে ঘেরা দেহরক্ষীদের কাছে কড়া নির্দেশ আছে কোনও চরম পরিস্থিতি হলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো। তালিবান প্রধান হাইবাতুল্লা আখুন্দাজাদা এই মুহূর্তে তালিবান শাসিত আফগানিস্তানের সর্বচ্চো নেতা।

আখুন্দাজাদা কি দ্বিতীয় তালিবান সরকারের আমলে কাবুল প্যালেসে আসবে? নাকি সে বরাবরের মতো নিজেকে আত্মগোপনে রাখবে ? খোদ তালিবান নেতৃত্বের কাছেই এমন খবর নাই।

আফগানিস্তানের ক্ষমতা দ্বিতীয়বারের মতো দখল করতেই জঙ্গি গোষ্ঠীর সরকারের হয়ে প্রেসিডেন্ট পদে বসতে চলেছে তালিবান উপ প্রধান মোল্লা আবদুল ঘানি বারাদার।

সাংবাদিক সম্মেলনে তালিবান মুখপাত্রের দাবি, আফগানিস্তানে কোনওভাবেই জঙ্গি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না! এই মন্তব্যে ঝড় উঠেছে। কারণ সংগঠনটির প্রধান নেতা হাইবাতুল্লা আখুন্দাজাদা নিজেই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা। তার বিরুদ্ধে খোদ আমেরিকার নিষেধাজ্ঞা রয়েছে। রাশিয়া, ইরানেও জারি আছে নিষেধাজ্ঞা।

তালিবান সরকারকে মান্যতা দিতে ইতিমধ্যেই বার্তা দিয়েছে রাষ্ট্রসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, ইরান। আমেরিকার তরফেও সমর্থন আসবে। চিন ও ব্রিটেন ইতিমধ্যেই সমর্থনের প্রতি সবুজ সংকেত দিয়েছে। আফগানিস্তান সংকট ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।

সম্পর্কিত পোস্ট