Tamil Nadu CPIM :বাংলায় শূন্য হয়ে তামিলনাড়ুতে অস্তিত্বের জানান দিচ্ছে সিপিএম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘর ভুলে পরের দোরে অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে সিপিএম ( Tamil Nadu CPIM )! তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনে তাদের সাফল্য দেখে তেমন মনে হচ্ছে। পশ্চিমবঙ্গ, কেরলের পর সদস্য সংখ্যার নিরিখে সিপিএমের অন্দরের তৃতীয় স্থানে আছে তামিলনাড়ু

একুশের বিধানসভা নির্বাচনে তারা যখন বাংলায় শূন্য হয়ে যায় তখন কেরলের ক্ষমতা ধরে রাখার পাশাপাশি ডিএমকের জোট সঙ্গী হিসেবে দ্রাবিড়ভূমে ক্ষমতায় আসে। এবারের পুর ও নগর পঞ্চায়েতের নির্বাচনেও ডিএমকে ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে তারা। তবে কন্যাকুমারী জেলার প্রতিটি পুরসভায় এককভাবে লড়াই করে সিপিএম ( Tamil Nadu CPIM )।

Tamil Nadu CPIM

তামিলনাড়ুর ২১ টি পুরনিগমেই (যেমন কলকাতা, আসানসোল, শিলিগুড়ি পুরনিগম) ক্ষমতা দখল করেছে শাসক জোট। প্রতিটি পুরনিগমের মেয়র পদে বসতে চলেছেন ডিএমকে প্রার্থীরা। ২০০ ওয়ার্ডের চেন্নাই পুরসভায় ডিএমকে একাই ১৫৩ টি ওয়ার্ডে জিতেছে। তাই জোট শরিক সিপিএম-সিপিআই ও কংগ্রেসের সাহায্য ছাড়াই তারা এখানে বোর্ড দখল করতে পারবে।

Tamil Nadu CPIM

এমনকি কোয়েম্বাটুর, এডাপাড্ডির মতো এআইএডিএমকের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিও চুরমার করে দিয়েছে শাসক জোট। গত বছরের বিধানসভা নির্বাচনেও রাজ্যের পশ্চিম দিকের এই এলাকার সব কটি আসনে জয়ী হয়েছিল এআইএডিএমকে। কিন্তু পুরভোটে তাদের হাত থেকে সবকটি পুরসভা ও নগর পঞ্চায়েতের দায়িত্ব ছিনিয়ে নিয়েছে ডিএমকে-সিপিএম-কংগ্রেস জোট।

আইপ্যাককে আর চায় না গোয়ার তৃণমূল নেতারা

তামিলনাড়ুতে মোট ১২,০০০ এর মতো ওয়ার্ড ও নগর পঞ্চায়েতের আসনে নির্বাচন হয়েছিল। তারমধ্যে নয় হাজারেরও বেশি আসনে জয়ী হয়েছে শাসক জোট। অপরদিকে প্রধান বিরোধী এআইএডিএমকে দুই হাজারেরও কম আসন দখল করতে পেরেছে। অপরদিকে এই স্থানীয় নির্বাচনে এআইএডিএমকের হাত ছেড়ে বিজেপি একা প্রতিদ্বন্দিতা করেছিল কিন্তু বিক্ষিপ্ত দু-চারটি আসনে জয়ী হওয়া ছাড়া তারা এই নির্বাচনে বিশেষ প্রভাব ফেলতে পারেনি।

দক্ষিণের এই রাজ্যে সিপিএম( Tamil Nadu CPIM ) বিভিন্ন পুরনিগম মিলিয়ে ২৪ টি ওয়ার্ডে জয়ী হয়েছে। অপরদিকে পুরসভার ৪১ টি আসনে জয়ী হয়েছে তারা। নগর পঞ্চায়েতের ১০১ টি আসনে জয়ী হয়েছে সিপিএম। আরেক বামপন্থী দল সিপিআই‌ও বিভিন্ন স্তর মিলিয়ে পঞ্চাশটির বেশি আসনে জয়ী হয়েছে।

তবে কন্যাকুমারী জেলায় সিপিএমের সাফল্য রীতিমতো তাক লাগানো। সেখানকার ৫১ টি আসনে জয়ী হয়েছে তারা। অপরদিকে চেন্নাই পুরনিগমের ৪ টি ওয়ার্ডে জিতেছেন সিপিএম প্রার্থীরা। সব মিলিয়ে বলা যায় বাংলার পুরভোটের থেকে তামিলনাড়ুতে সিপিএম অনেক ভালো ফল করেছে।

সম্পর্কিত পোস্ট