মহাসমারোহে তারাপীঠে চলছে মাতৃ আরাধনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীপাবলীর (Diwali) পুণ্য লগ্নে সকাল থেকেই তারাপীঠে (Tarapith) মহাসমারোহে শুরু হয়েছে তারা মায়ের আরাধনা। প্রতি বছরের ন্যায় এই বছরও মাতৃ আরাধনার জন্য প্রায় ৮০ কেজি দুধ অর্পণ করা হয়েছে ঘোষ পরিবারের পক্ষ থেকে।

সূত্রের খবর, ইতিমধ্যেই তারাপীঠে মাতৃ আরাধনার অঙ্গ হিসেবে ভৈরব স্নান সম্পন্ন হয়েছে ৮০ কেজি দুধে (Milk)। মঙ্গলারতি দিয়ে পুজোর শুভ সূচনা হয়। এখানেই শেষ নয়, সন্ধ্যাতে নিয়ম মাফিক হবে আরতী এবং মাতৃপূজো ।

উল্লেখ্য, তারাপীঠের মা তারাকেই দীপাবলীর দিনে কালী রূপে পুজো করা হয়। ভোর বেলায় মা তারাকে স্নান করানো হয় শ্যামা রূপে। এরপর অষ্টধাতুর মুণ্ডমালা থেকে শুরু করে এবং সোনার অলংকারে সাজানো। তারপর শুরু হয় মাতৃ আরাধনা। মঙ্গলারতির পর মায়ের সামনে দেওয়া হয় শীতলভোগ।

কখনও ফুলের মালা তো, কখনও ডাকের সাজে সেজে ওঠেন মা। প্রতিবছর নাটোরের পুরোহিত এবং মন্দিরের পালাদার সেবায়েতরা যৌথভাবে পুজো করেন। একদিকে চলতে থাকে মায়ের পুজো, অপরদিকে চলতে থাকে চণ্ডীপাঠ। পূজার শেষ লগ্নে খিচুড়ি, মাছ ,মাংস পোড়া শোল মাছ, বিভিন্ন রকমের ভাজা মিষ্টি এবং আরও নানা উপকরণ নিবেদন করা হয় মায়ের ভোগ ।

ডেঙ্গির প্রকোপ বাড়বাড়ন্ত, ফের শঙ্কা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা

সারা মন্দির চত্বর আলোর রোশনাইতে সেজে ওঠে। শুধু তাই নয় অঘোরী সন্নাসী এবং তান্ত্রিকদের যজ্ঞ চলছে মহাশ্মশানে। এমনকি আজকের দিনে মায়ের মন্দিরের দরজা সারারাত খোলা থাকবে বলেও জানা গিয়েছে। ই

তিমধ্যেই দর্শনার্থীরা (Visitors) ভিড় করতে শুরু করেছেন মন্দির প্রাঙ্গণে। মাতৃদর্শনে উদ্বিগ্ন এই দর্শনার্থীদের জন্য করোনা বিধি (Covid 19 Protocol) মেনে চলার বিষয়টিকেও বারংবার তুলে ধরা হচ্ছে মন্দির কর্তৃপক্ষের (Committee) তরফে ।

সম্পর্কিত পোস্ট