সোমবার থেকে খুলছে তারাপীঠ মন্দির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পূন্যার্থীদের জন্য তারাপীঠ মন্দিরের দরজা খুলছে সোমবার থেকেই। শনিবার তারাপীঠ মন্দির কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে সোমবার থেকে মায়ের দরজা ভক্তদের জন্য খোলা হবে।
এব্যাপারে সেবায়েত পুলক চট্টোপাধ্যায় বলেন, কমিটির মূল বডির বৈঠকে সিদ্ধান্ত হয় যে, তারাপীঠ ও পার্শ্ববর্তী অঞ্চলে কোভিড সংক্রমন নিয়ন্ত্রণে আছে। এই পরিস্থিতিতে তারাপীঠ মন্দির নির্ভর বিভিন্ন ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতদিন প্রশাসনের নির্দেশে কৌশিকী অমাবস্যায় বিশাল জন সমাগম আটকাতে ২০ তারিখ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় ভক্তরা আসতে শুরু করেছে। এসমস্ত সিদ্ধান্ত মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
‘মন কি বাত’ অনুষ্ঠানকে কটাক্ষ রাহুল গান্ধীর
তবে, বিধি নিষেধ আগের মত বলবৎ থাকবে। সামাজিক দূরত্ব বিধি, স্যানিটাইজেসন, মাস্ক পরা এসব অবশ্য পালনীয় থাকবে। মন্দিরের গর্ভ গৃহে কেউ প্রবেশ করতে পারবে না।
অন্যদিকে, তারাপীঠ মহাশ্মশানে অযোধ্যার রাম মন্দির ভিত পুজোর প্রসাদ সাধুসন্ত মিলে প্রায় আড়াই শো মানুষের মধ্যে বিতরণ করা হয়। এই মহা শশ্মান থেকেই পবিত্র মাটি ও জীবিত কুণ্ডের জল অযোধ্যায় রাম মন্দিরের ভিত পুজোয় পাঠানো হয়েছিল।