লক্ষ্য শিশু ও মহিলাদের পুষ্টির বিকাশ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মুরগির বাচ্চা প্রদান সরকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : রাজ্যে একটিও শিশু ও মহিলা অপুষ্টির কারনে যাতে মারা না যায়, তার জন্য রাজ্য সরকারের প্রানী বিকাশ দফতরের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়া হচ্ছে মুরগির বাচ্চা।

রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি সোমবার মহিষাদল ব্লকের ১৯১ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলার হাতে পাঁচটা করে উন্নত প্রজাতির মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়।

এদিন মহিষাদল ব্লকের প্রানী বিকাশ দফতর থেকে ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েতের প্রাপকদের হাতে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়।

মহিষাদল ব্লকের বিএলডিও বিপ্লব কুমার মাইতি জানান, শিশু ও মহিলাদের পুষ্টির জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হয় মুরগির বাচ্চা। সেই সঙ্গে কিভাবে তারা পালন করে বড় করে তুলবে তারও প্রশিক্ষণ দেওয়া হয়। যে সমস্ত প্রাপকরা মুরগি বাচ্চ পেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রাণীমিত্রারা চিকিৎসা পরিষেবা দেবেন। মুরগি বাচ্চা পালন করে যেমন মাংস পাওয়া যাবে তেমনি প্রতিদিন ডিম পাওয়া যাবে যা মহিলাদের স্বনির্ভর করা ও পরিবারের সদস্যদের পুষ্টির ব্যবস্থা করবে।

মুরগির বাচ্চা পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

সম্পর্কিত পোস্ট