Taxi, App Cab Strike: ভাড়া বৃদ্ধির দাবিতে ২৬ জুলাই বন্ধ থাকবে ট্যাক্সি এবং ক্যাব পরিষেবা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতায় সেঞ্চুরি করেছে পেট্রোল। ক্রমাগত বাড়ছে ডিজেলের দাম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরনো ভাড়ার ট্যাক্সি ও ক্যাব চালানো কার্যত অসম্ভব বলেই জানিয়েছেন মালিক থেকে শুরু করে চালকরা। ভাড়া বাড়ানোর দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন তারা।
আগামী ১৩ জুলাই লেলিন মূর্তির পাদদেশে জনসভা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির তরফে
২৬ শে জুলাই বন্ধ থাকবে ট্যাক্সি এবং ক্যাব। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের তরফে। একইসঙ্গে এদিন পরিবহন ভবন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাব চালকদের এই সিদ্ধান্তের জেরে ২৬ জুলাই চরম ভোগান্তিতে পড়তে পারেন অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।
১৫ই জুলাই পর্যন্ত কড়া বিধি-নিষেধ জারি রয়েছে রাজ্যে। চলছে না ট্রেন-মেট্রো। বেঁধে দেওয়া হয়েছে গণপরিবহনের সময়সীমা। এই করোনা পরিস্থিতিতে ৫০ শতাংশের বেশি যাত্রী নিয়ে বাস-মেট্রো-ট্রেন চলাচল করা নিষেধ।
রুদ্ধশ্বাস প্রতারণার ছক বাসন্তীতে, পুলিশের জালে ২ প্রতারক
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাড়া বাড়লে সাধারণ মানুষের পকেট কোপ পড়বে, তা স্পষ্ট। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি নিয়ে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যে বেসরকারি বাস রাস্তায় চালাতে চাইছে না মালিকরা।
ভাড়া বৃদ্ধি নাহলে আগামী দিনে তারা রাস্তায় বাস বের করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অতিমারী পরিস্থিতিতে সরকারও চাইছে না ভাড়া বাড়ুক। যদিও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন বাস মালিক সংগঠনগুলি।