স্বাধীন ভারতে বেনজির, কংগ্রেস-বাম আমলে হয়নি, টিএমসি জমানায় কেন বিষ খেলেন শিক্ষিকারা
দ্য কোয়ারি ডেস্ক: কংগ্রেস, বামফ্রন্টের আমলে যা হয়নি তা হয়ে গেল মঙ্গলবার। পাঁচ শিক্ষিকা প্রকাশ্যে বিষ পান করলেন। বিষের ফেনা ওঠা মুখে চিৎকার করে তৃণমূল কংগ্রেস সরকারের মুন্ডপাত করছিলেন তাঁরা।স্তম্ভিত দেশ। রাজ্যে প্রবল আলোড়ন। অভিযোগ রাজনৈতিকভাবে মুখ পুড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।
টানা তিনবার জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসের জমানা চলছে রাজ্যে। এই মমতা জমানা আগের দুই রাজনৈতিক জমানার তুলনায় অনেকবেশি উন্নয়নমুখী বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এই সরকারের আমলেই বুধবার বেতন বৈষম্য, দূরে বদলির বিরোধিতা করে শিক্ষক আন্দোলন চলছিল তখনই ঘটেছে বিষ পান করার ঘটনা। কলকাতায় বিকাশ ভবনের সামনে শিক্ষিকারা যেভাবে গলায় বিষ ঢেলেছেন তাতে শিহরিত সবাই।
অভিযোগ, সরকার নীরব। আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক লক্ষ্য নিয়ে ত্রিপুরায় গিয়ে সে রাজ্যের ভয়াবহ বেকারত্বের বিষয় ও সেখানকার ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকার কর্মচ্যুতি নিয়ে প্রবল সরব।
খোদ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগরতলায় সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার গত বাম জমানা ও বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকারের কর্মসংস্থান ইস্যুতে প্রবল সরব হয়েছিলেন। তিনিই এখন নিজ রাজ্যে পাঁচ শিক্ষিকার বিষ পান নিয়ে কার্যত ‘মুখ লুকিয়েছেন’ বলে কটাক্ষ বিরোধীদের।
ত্রিপুরায় চলতি বিজেপি জোট সরকারের আমলে কর্মচ্যুত ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শতাধিক মৃত। কেউ আত্মঘাতী, কেউ অসুস্থ হয়ে মারা গেছেন। কখনও মৃত শিক্ষকের চিতায় তাঁর স্ত্রী ও সন্তানরা পুড়ে মরতে গিয়েছেন। সবমিলে দেশে বেকারত্ব হারে প্রথম সারিতে থাকা ত্রিপুরায় তৃণমূলের রাজনৈতিক হাতিয়ার কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকাদের কথা।
ত্রিপুরার যদি এই ছবি হয়, তাহলে পশ্চিমবঙ্গের ছবিটা হচ্ছে রাজপথে শিক্ষিকারা বিষ পান করছেন।বেতন বৃদ্ধির দাবিতে তাদের আন্দোলন চলছেই। অভিযোগ, এই আন্দোলনের জেরে শিক্ষক শিক্ষিকাদের বহুদূরের কর্মক্ষেত্রে বদলি করা হচ্ছে। তারই প্রতিবাদে মারাত্মক বিষাক্ত পথ নিয়েছেন শিক্ষিকারা।