বেতন বৈষম্যের অভিযোগে ৫ শিক্ষিকার বিষ পান, বিড়ম্বনায় মমতার সরকার
শিক্ষিকারা আশঙ্কাজনক, রাজ্যে আলোড়ন
দ্য কোয়ারি ডেস্ক: বিক্ষোভরত শিক্ষিকাদের দাবি ছিল বেতন বৈষম্য দূর করতে হবে। দূরে চাকরিতে পাঠানো যাবে না। এই নিয়ে বিক্ষোভের মাঝেই কলকাতায় সংবাদ মাধ্যমের সামনে পাঁচ শিক্ষিকা বিষ পান করেন।
পরিস্থিতি এখন আরও বিতর্কিত। বিষ খাওয়া ওই পাঁচ শিক্ষিকার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তীব্র চাঞ্চল্য রাজ্যে।
বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষিকারা একসঙ্গে বিষ খেয়ে নেন। সংবাদ মাধ্যমে সেই ছবি সম্প্রচার হয়। বিষ পান করার পরেই রাস্তার উপরে তাঁরা ছটফট করতে থাকেন। দ্রুত তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে চার জনের অবস্থা গুরুতর। এদিকে প্রকাশ্যে শিক্ষিকাদের বিষ পানের ঘটনায় রাজনৈতিক মহল আলোড়িত। চরম বিতর্কের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমন ঘটনা রাজ্যে আগে হয়নি।
এই পাঁচজন শিক্ষিকা শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষিকা। পাঁচজনই শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য। বদলি সহ একাধিক দাবিতে এর আগে বিভিন্ন জায়গায় হওয়া বিক্ষোভে উপস্থিত ছিলেন এই পাঁচ জন।