মমতার হয়ে ফিল্ড স্টাডির আগেই ত্রিপুরায় আটক টিম PK

দ্য কোয়ারি ডেস্ক: লক্ষ্য আগরতলা পুরনিগমের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান কে পোক্ত করা। সেই লক্ষ্য নিয়ে টিম পিকে বা আইপ্যাক ভোট বিশ্লেষক সংস্থা আগরতলা পৌঁছতেই আটক করা হলো।

আগরতলার একটি হোটেলে পুলিশ গিয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তাদের আটক করা হয়। এই ঘটনায় ত্রিপুরা সহ দেশ জুড়ে চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যের শাসক বিজেপি কোনওভাবেই বিরোধীদের জন্য রাজনৈতিক পরিবেশ তৈরি করতে দিতে নারাজ।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই আগরতলা আসছেন দলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতায় ফিরে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগরতলায় আসবেন। আসন্ন পুরনিগমের ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে।

প্রদেশ টিএমসি সভাপতি আশীষলাল সিংহ জানিয়েছেন, ত্রিপুরাবাসী টানা ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি আইপিএফটি জোটকে সরকারে বসিয়েছেন। কিন্তু গত তিন বছরে রাজ্যের অবস্থা উত্তরোত্তর খারাপ হয়েছে। রাজনৈতিক হামলায় বিজেপি বিরোধী বহু মানুষ জখম, ঘরছাড়া, অনেকে মৃত। খোদ বিজেপির রাজ্য নেতাদের অনেকেই দল ছেড়ে টিএমসিতে যোগ দিতে তৈরি। আগামী কয়েকমাসে ত্রিপুরায় ফের টিএমসি গ্রহণযোগ্যতা পাবে।

উল্লেখ্য, গত বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় বিরোধী দল কংগ্রেস ত্যাগ করে হেভিওয়েট বিধায়ক সুদীপ রায় বর্মণের নেতৃত্বে বিধায়করা টিএমসিতে যোগ দিয়েছিলেন। ত্রিপুরা বিধানসভায় তৃণমূল প্রধান বিরোধী দল হয়েছিল। পরে এই বিধায়করা টিএমসি ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। বিজেপি হয় প্রধান বিরোধী দল। নির্বাচনে সিপিআইএম পরাজিত হয়। সরকার গড়ে বিজেপি জোট।

এদিকে পশ্চিমবঙ্গে পরপর তিনবার সরকার গড়ার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় সরকার গড়তে ততপর। তাঁর নির্দেশে পি কে টিম ত্রিপুরায় ভোট পরিসংখ্যান ও টিএমসির হয়ে মাঠে নামার আগেই বিতর্ক। টিএমসির অভিযোগ, গত ২১ জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বার্তা শোনানোর অনুষ্ঠান বাতিল করতে অযথা সমর্থকদের হয়রানি ও গ্রেফতার করেছে বিজেপি সরকার।

অন্যদিকে বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে। তবে বিজেপির অভ্যন্তরে খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ভূমিকা নিয়ে বিক্ষোভ চরমে। গুঞ্জন, একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলে ফিরতে তৈরি। তবে তারা এ বিষয়ে মুখ খুলছেননা।তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খুলে রেখেছেন উপজাতি স্বশাসিত এলাকায় (ADC) সদ্য বিপুল জয়ের কাণ্ডারী তিপ্রা মথা দলের প্রধান রাজা প্রদ্যোত দেববর্মা। উপজাতি এলাকার ভোটে তাঁর দল বিজেপি ও সিপিআইএমকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। বোর্ড হাতছাড়া হয়েছে সিপিআইএমের। তাদের দখলে একটি আসনও আসেনি। কংগ্রেসও নিশ্চিহ্ন।

রাজনৈতিক এই পরিস্থিতির মধ্যে টিএমসি পশ্চিমবঙ্গের পাশাপাশি অপর বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরায় সরকার গঠনে মরিয়া। পশ্চিমবঙ্গের মতো ভোট কুশলী প্রশান্ত কিশোর কে দায়িত্ব দিয়েছেন মমতা। তবে ত্রিপুরা দখলে বিজেপি ত্যাগ করে ফের টিএমসি তে আসা মুকুল রায় বড় ভূমিকা নিচ্ছেন বলেই জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট