রামবিলাস পাসোয়ানের স্মরণসভায় উপস্থিত থাকবেন তেজস্বী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এলজেপি শিবিরের গৃহযুদ্ধ ইতিমধ্যেই জাতীয় রাজনীতির শিরোনামে জায়গা করে নিয়েছে। কিন্তু এই অবিস্থাতেও চুপ রয়েছেন এনডিএ শিবিরের অন্যান্য শরীক দল। এমত অবস্থায় চিরাগের পাশে দাঁড়িয়ে বিহারের রাজনৈতিক সমীকরণ বদলাতে চাইছেন লালু পুত্র তেজস্বী যাদব। সূত্রের খবর, ৫ জুলাই প্রয়াত রামবিলাস পাসোয়ানের মৃত্যুদিবসে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তেজস্বী।
বিহারের প্রাক্তন নেতার শ্রদ্ধা অনুষ্ঠানে লালু পুত্র উপস্থিত থাকলেও এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, চিরাগ পাসোয়ানকে ঠিক করতে হবে কোন পক্ষে তিনি থাকবেন। উনি আম্বেদকরের সংবিধানের পক্ষে যারা নাকি আরআরএসের মতাদর্শে বিশ্বাসী যারা৷
এলজেপি শিবিরের এই অন্তঃদ্বন্দ্বের আগুন জ্বালানোর জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে দায়ী করেছেন চিরাগ। কিন্তু নীতিশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গোটা বিষয়ে অবগত নন তিনি। পাল্টা তেজস্বীর মন্তব্য, নীতিশ কুমার তো কোনও বিষয়েও কিছু জানেন না। উনি খবরের কাগজ তো পড়েন না। এমনকি বিহারের ৩৮ টি জেলার মধ্যে ২৭ টি জেলার পেট্রোলের মূল্য ১০০ টাকার উর্ধ্বে সেই খবরও তাঁর কাছে নেই।
“জালি ভ্যাকসিনের কারবার চলছিল কলকাতায়,মাননীয়া চুপ কেন?” – মুখ্যমন্ত্রীকে আক্রমণ অধীরের
শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকার পিছনে রাজনৈতিক অভিসন্ধি পরিস্কার করেছেন চিরাগ। ২০০৫ এবং ২০১০ সালে এলজেপির সঙ্গে নীতিশ কুমারের ব্যবহার মনে করিয়ে দেন আরজেডি নেতা। একইসঙ্গে চিরাগ পাসোয়ানের উদ্দেশ্যে বলেন, রামবিলাস পাসোয়ান লোকসভায় পরাজিত হওয়ার পর তার রাজ্যসভার টিকিটের জন্য সমর্থন জানান লালু প্রসাদ যাদব।
৫ জুলাই প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের প্রয়ান দিবস উপলক্ষে তার লোকসভা কেন্দ্র বিহারের হাজিপুরের পদযাত্রার ঘোষণা করেছেন চিরাগ পাসোয়ান। বাবার স্মৃতির উদ্দেশ্যে জনসমাবেশ হলেও কাকা পশুপতিকে শক্তি প্রদর্শন করতে চাইছেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে চিরাগ এবং এনডিএ শিবিরকে বিশেষ বার্তা দিতে চাইছেন তেজস্বী। তা বলার অবকাশ নেই।