নীতিশের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না তেজস্বী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বিকেল ৪ টে নাগাদ মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ নেবেন নীতিশ কুমার। এদিনেই সেইসঙ্গে মন্ত্রীপদের জন্য শপথ নেবেন ১৪ জন বিধায়কও। ডবল ইঞ্জিনের সরকারে ডবল উপমুখ্যমন্ত্রী এনে চমক দিতে চলেছেন নীতিশ কুমার। কিন্তু নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিলেন আরজেডি প্রধান তেজস্বী যাদব।

এনডিএ জোটকে কটাক্ষ করে এদিন টুইটারে তেজস্বী জানান, সরকারী নির্দেশে মানুষের সমর্থনকে বদলে দেওয়া হয়েছে। বিহারে যারা বেকার, কৃষক এবং ঠিকাদার শ্রমিক রয়েছেন তাঁদের অবস্থা কি রয়েছে জিজ্ঞাসা করুন। এনডিএ যে জালিয়াতি করেছে তাতে মানুষ আশাহত। আমরা জনপ্রতিনিধি। আমরা সবসময় মানুষের পাশে রয়েছি।

জেডিইউ এবং বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে লালু পুত্র বলেন, আজ বিহারে দুই অসহায় দল সরকার গঠন করতে চলেছে। একজন সরকার গঠনের জন্য দুর্বল। অন্যজনের কাছে সরকার গঠনের জন্য মুখ নেই।

সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে ১২৫ টি আসন পেয়ে ক্ষমতায় এল এনডিএ। কিন্তু ৭৫ টি আসন পেয়ে বিহারে একক বৃহত্তম দল হিসাবে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে আরজেডি। বেশ কিছু আসনে ভোট কারচুপি হয়েছে, অভিযোগ তোলেন আরজেডি নেতারা। এমনকি পুনরায় ভোট গণনার দাবীতে সরব হয় আরজেডি এবং কংগ্রেস নেতারা। শেষ অবধি তা রক্ষা হয়নি।

সোমবার মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। শারীরিক অসুস্থতার কারণে বিহার নির্বাচনে উপস্থিত থাকতে না পারলেও নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন নীতিশ কুমারের সঙ্গে শপথ নেবেন জেডিইউয়ের বিজেন্দ্র যাদব, বিজয় চৌধুরী, অশোক চৌধুরী, মেওয়ালাল চৌধুরী এবং শীলা মন্ডল। বিজেপির তরফে শপথ নেবেন মঙ্গল পান্ডে, রামপ্রিত পাসোয়ান সহ মোট ১৪ জন নেতৃত্ব।

সম্পর্কিত পোস্ট