থমথমে অসম-মিজো সীমান্ত, দুই রাজ্য পুলিশের মুখোমুখি অবস্থান
দ্য কোয়ারি ডেস্ক: থমথমে পরিস্থিতি। শুনশান আন্ত:রাজ্য সীমানা সড়ক। একদিকে অসমের হাইলাকান্দি জেলা অন্যদিকে মিজোরামের কৈলাশিব জেলা। দুই রাজ্যের পুলিশ ফের মুখোমুখি অবস্থানে।
মঙ্গলবার মিজোরাম সরকার অভিযোগ করে, অসম পুলিশের গুলি চালাচ্ছে। গুলিতে জখম কয়েকজন মিজো। কৈলাশিব জেলা পুলিশের দাবি, অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
অন্যদিকে অসমের হাইলাকান্দি জেলাতেও জারি হয়েছে সতর্কতা। মিজো সীমানার দিকে কাউকে যেতে দিচ্ছে না অসম পুলিশ।
গত ২২ জুলাই নজিরবিহিনভাবে অসম ও মিজোরাম পুলিশের গুলির যুদ্ধ হয়েছিল। গুলিবিদ্ধ হয়ে ৫ অসম পুলিশ কর্মীর মৃত্যু হয়। ১৫ জন জখম হন। তার পর থেকে অসমের কাছাড়, হাইলাকান্দি জেলার সঙ্গে মিজোরামের যোগাযোগ বিচ্ছিন্ন।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার মধ্যে আন্ত:রাজ্য সীমানার বিতর্কিত জমি সমস্যা নিয়ে পারস্পরিক টুইট যুদ্ধ ঘিরে রক্তাক্ত পরিস্থিতি হয়েছিল ।
স্বরাষ্ট্রমন্ত্রকের মধ্যস্থতায় দুই রাজ্য সরকার নরম হলেও পরিস্থিতি ফের গরম হতে চলেছে। আন্ত:রাজ্য সীমানায় মোতায়েন দুই রাজ্যের সশস্ত্র পুলিশ। তবে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের অবস্থান রয়েছে।
মঙ্গলবার থেকে যে গরম পরিস্থিতি ফের দেখা দিচ্ছে তাতে বুধবারও উত্তেজনা রয়েছে।