রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রীর জনসভার আগে ব্যাপক উত্তেজনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার বিকেলে হলদিয়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে গোটা এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। রাতের অন্ধকারে ছেঁড়া হল প্রধানমন্ত্রীর সভার সমর্থনে লাগানো ফ্লেক্স, ফেস্টুন। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
রবিবারের আগেই নন্দকুমার থানার নন্দকুমার হাইরোডের একাধিক জায়গায় ফ্লেক্স ছেঁড়া হয়। ঘটনার পর থেকে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় বাসে হামলা চালানো হয়। এমনকি বাসে ইটবৃষ্টির হামলা ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মাথা ফাটে তিন বিজেপি কর্মীর। ঘটনার প্রতিবাদে বাস থেকে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকরা।
আরও পড়ুনঃ শোভন-বৈশাখীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করল দেবশ্রী রায়
অন্যদিকে এদিন নন্দীগ্রামের কমল্পুরে বিজেপির প্রস্তুতি হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন ৫ বিজেপি কর্মী। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপির অভিযোগ, এদিন সভায় যাওয়ার সময় বাঁশ-রড-লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার একাধিক সরকারী প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে বিকেল চারটে নাগাদ হলদিয়ায় জনসভা করবেন তিনি। সেই জনসভায় উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারীর। থাকতে পারেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।