মণিপুরে ভয়াবহ জঙ্গি হামলা, কম্যান্ডিং অফিসার সহ ৮ জনের মৃত্যু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মণিপুরে অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসারের গাড়িতে হামলা। বেহিয়াংয়ের সেহকেন গ্রামের কাছে এই হামলা হয়েছে। গাড়িতে ৪৬ অসম রাইফেলসের কর্নেল বিপ্লব ত্রিপাঠী এবং তাঁর পরিবার ছিল।
জঙ্গি হামলায় ওই অফিসার, তাঁর স্ত্রী এবং সন্তান সহ ৬ জওয়ান শহীদ হয়েছেন। অসম রাইফেলসের জওয়ানরা কনভয়ে ছিলেন। সকাল ১০টা নাগাদ জঙ্গিরা কনভয়ে হামলা চালায়। কম্যান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠীর স্ত্রী এবং সন্তান ঘটনাস্থলেই মারা যান।
কারা এই হামলা করল?এর কারণ কী ? তা এখনো জানা যায়নি। তবে জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করছেন। উত্তর-পূর্ব ভারতে এটাই সেনাকে টার্গেট করে সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।
রাজ্যসভার আসনে মমতার মাস্টারস্ট্রোক, কোন ফর্মূলায় প্রার্থী ফেলারিও?
জানা গিয়েছে, ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী মায়ানমার সীমান্ত থেকে স্ত্রী এবং পুত্রকে নিয়ে ফিরছিলেন। সেইসময় সঙ্গে ছিলেন অন্যান্য জওয়ানরা এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা। অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় কমান্ডিং অফিসার সহ তার স্ত্রী ও পুত্রের।