TET: ১০ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট – ঘোষণা পর্ষদের

২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট

১০ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট – ঘোষণা পর্ষদের। প্রাথমিকের টেটের দিন বদল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। কয়েক মাস আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছিল ১০ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট। কিন্তু সোমবার হঠাৎই সেই দিন বদল করে পর্ষদ।

সূত্রের খবর , জরুরি বৈঠক ডেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যানদের পর্ষদের নির্দেশ জানিয়ে দেওয়া হয়। যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন ‘‘আরও সাজিয়ে গুছিয়ে টেট নেওয়ার প্রয়োজন বলেই দিন পিছনো হচ্ছে। প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন।’’

আরও খবর- The world in 2024: ২০২৪ সালে কি ঘটবে দুনিয়ায় – ভাঙ্গা বাবার ভবিষ্যদ্বাণী শুনলে চমকে যাবেন আপনিও!

TET: ১০ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট – ঘোষণা পর্ষদের

তবে ২৪ ডিসেম্বর টেট পরীক্ষার দিন স্থির হওয়ায় ইতিমধ্যেই শুরু বিতর্ক। কারণ ওই দিনই ব্রিগেডে সনাতন ধর্মের একাধিক সংগঠনের উদ্যোগে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর লোকসমাগম হবে বলেই মনে করা হচ্ছে। তার জেরে প্রভাব পড়তে পারে পরিবহণ ব্যবস্থায়। দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হল তার জন্য প্রয়োজনীয় পরিবহণ ব্যবস্থা থেকে শুরু করে রেল যোগাযোগ কীভাবে সচল করা হবে ? নাকি ২_ তারিখের পর আবারো দিন পরিবর্তন হবে ? থাকছে জল্পনা।

সম্পর্কিত পোস্ট