টেট পরীক্ষার দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী বছরের শুরুতেই হবে টেট পরীক্ষা। ৩১ জানুয়ারি প্রাথমিক টেট এর দিন চূড়ান্ত করেছিল রাজ্য সরকার। এবার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক টেট এর সময়সূচী জানানো হল। বছরের শেষ দিন তার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ।
৩১ জানুয়ারি বেলা ১ টায় টেট নেওয়া হবে। মোট ১৫০ নম্বরের পরীক্ষার জন্য আড়াই ঘণ্টা সময় ধার্য করা হয়েছে। টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে জানুয়ারিতে। প্রায় ১৬ হাজার ৫০০ শূণ্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। কয়েকদিনে আগেই মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১০ তারিখ থেকে ১৭ অবধি চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। শীঘ্রই ১৬,৫০০ পদে নিয়োগের জন্য তৈরি হবে প্যানেল। অফলাইনে তৃতীয় টেটের কথা জানিয়েছেন তিনি। পরীক্ষায় বসতে চলেছে আড়াই লক্ষ পরিক্ষার্থী।
নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২০ হাজার পরিক্ষার্থী টেট পরীক্ষায় পাশ করেছেন। ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ করতে হবে।