শূন্যপদের ভিত্তিতে প্রতিবছর নেওয়া হবে টেট, নবান্নে ঘোষণা শিক্ষামন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার প্রতিবছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন শূন্যপদের ভিত্তিতে প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া যথাসম্ভব স্বচ্ছ রাখার চেষ্টা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে কমিশনের তরফেও আজ এক পৃথক সাংবাদিক বৈঠকে আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অচলাবস্থা কেটেছে বলে জানানো হয়। সফল প্রার্থীদের প্রথমে ইন্টারভিউ এবং তারপরে সেই ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে নিয়োগ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া ঘিরে কোনো অসন্তোষ থাকলে প্রার্থীরা কমিশনের দপ্তরে অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও কমিশনের তরফ এ আশ্বাস দেওয়া হয়েছে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ১৩৫৫ কোটি টাকা ঋণের আবেদন জমা পড়েছে
উল্লেখ্য, শুক্রবারই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। ফলে নিয়োগ সংক্রান্ত জট অনেকটাই কাটলো বলে মনে করা হচ্ছে। তবে অস্বচ্ছতা বা অনিয়মের অভিযোগ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যারা তুলেছেন, তাদের অভিযোগ মনোযোগ সহকারে শুনতে হবে। কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
গত পাঁচ বছর ধরে আইনি জটে আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। ফলে অনেক চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। ২০১৬ সালে যারা অংশ নিয়েছিলেন তারা যাতে পুনরায় অংশ নিতে পারেন নিয়োগ প্রক্রিয়ায় সেই বিষয়ে সুপারিশ করেছে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে। যদিও ইন্টারভিউতে ডাক না পাওয়া বহু চাকরিপ্রার্থী এদিন আদালতের নির্দেশে হতাশ।