ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানিয়ে ৩ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিজের রেকর্ড নিজেই ভেঙে জয়ের নতুন রেকর্ড সৃষ্টি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে বিরাট মার্জিনে পরাজিত করেন তিনি। এই জয়ের পর থেকেই তৃণমূল শিবিরে শুরু হয়েছে বিজয় উৎসব।

জয়ী প্রার্থী মমতা ধন্যবাদ জানালেন ভবানীপুরের মানুষকে। বললেন, কোভিড এবং বৃষ্টি সামলে যে ভাবে ভোট দিয়েছেন মানুষ। তাতে আমি কৃতজ্ঞ। সমস্ত ভাষার মানুষ আমাকে ভোট দিয়েছেন। সব ক’টি ওয়ার্ডে আমি বেশি ভোট পেয়েছি। এই প্রথম এমন হল। ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল গোটা দেশকে দেখিয়ে দিল বাংলা কাকে চায়।

তিনি বলেন, “সারা বাংলা আজ ভবানীপুরের দিকে তাকিয়েছিল। বাংলা আঘাত পেয়েছিল, একটা আসনে আমরা হেরেছিলাম বলে। অনেক চক্রান্ত হয়েছিল, কোর্টে মামলা চলছে। সেই চক্রান্তের জবাব দিয়েছেন ভবানীপুরের মানুষ।”

এদিন কালীঘাটের বাড়ির সামনে থেকেই খড়দহ ও শান্তিপুর ও দিনহাটার প্রার্থী ঘোষণা করলেন মমতা। জানিয়ে দিলে খড়দহ থেকে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায়। দিনহাটা থেকে লড়বেন উদয়ন গুহ। শান্তিপুর থেকে লড়বেন ব্রজ কিশোর গোস্বামী। একইসঙ্গে তিনি জানান, গোসাবা থেকে কে প্রার্থী হবেন তা বিকেলেই জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য  মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়ার সঙ্গে সঙ্গে   সমাজবাদী পার্টির (Samajbadi party) সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav) শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। মমতা–অখিলেশের সম্পর্ক খুবই ভাল। এবার তা ফের প্রমাণিত হল।

অখিলেশ যাদব লেখেন, ‘‌ইয়ে যো মমতা দিদি কি জিত হ্যায়, ওহি তো সত্যমেব জয়তে কি রীত হ্যায়’‌। মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয়স্তরের নেত্রী হিসাবে তুলে ধরেছেন অখিলেশ।

সম্পর্কিত পোস্ট