২৩ বছরের মেয়েটারও নেই কোনও গডফাদার

রাহুল গুপ্ত

শুক্রবার “দিল বেচারা” মুক্তি পাওয়ার পর থেকে ভারতীয় জনগণ সুশান্ত সিং রাজপুতের প্রতি তাদের মনের মধ্যে জমে থাকা ভালোবাসা, শোক সবকিছু উগড়ে দিয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সদ্য প্রয়াত এক প্রতিভাশালী অভিনেতার জন্য মানুষের এই স্বতঃস্ফূর্ত শ্রদ্ধাজ্ঞাপন খুব স্বাভাবিক।

তবে যে দেশে অনন্যা পান্ডের মতো অভিনেত্রী তার প্রথম সিনেমায় অত্যন্ত জঘন্য অভিনয় করেও “ফিল্ম ফেয়ার ফর বেস্ট ফিমেল ডেবিউট্যান্ট” পায়, সে দেশে “দিল বেচারা” ছায়াছবিতে সুশান্তের “ম্যানি” চরিত্রটির পাশাপাশি প্রতিটা দৃশ্যে পাল্লা দেওয়া “কিজি বাসু”-র চরিত্রে অভিনয় করা সঞ্জনা সাঙ্ঘভী-র ব্যাপারে কথা বলা আশু প্রয়োজন।

সঞ্জনা-র প্রথম ছবি রকস্টার। সেখানে সে নার্গিস ফাকরির বোনের চরিত্রে অভিনয় করে‌। তারপর হিন্দি মিডিয়াম ও ফুকরে রিটার্নসে ছোট ছোট চরিত্র করার পর “নায়িকা” হিসেবে এই তার প্রথম ছবি।

রাতভর রোমাঞ্চের পরেও রাজস্থানে দড়ি টানাটানি অব্যাহত

বলতে দ্বিধা নেই সুশান্তের প্রতি গভীর ভালোবাসা নিয়ে ছবি দেখতে বসলেও, সাংঘাতিকভাবে নজর কেড়েছেন সঞ্জনা। কিছু কিছু দৃশ্যে “কিজি বাসু” যেন ছাপিয়ে গিয়েছে “ম্যানি”-কেও।

তাই যে চলে গেছে তাঁকে নিয়ে লেখার পাশাপাশি, যে আছে তাঁকে নিয়েও কিছু লিখুন। প্রশংসা করুন। সেন্টিমেন্টের তলায় হার্ডওয়ার্ককে চাপা পড়ে যেতে দেবেন না।

কারণ সুশান্তের মতোই সঞ্জনারও ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার নেই। ২৩ বছরের মেয়েটা এতদূর পৌঁছেছে শুধুমাত্র নিজের প্রতিভার মাধ্যমেই। প্রতিভাকে স্বীকৃতি দিন।

সম্পর্কিত পোস্ট