বাগনান কাণ্ডে তৃণমূল যা ব্যবস্থা নিয়েছে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ
পুলক রায়, তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি
- বাগনানের ঘটনায় প্রধান অভিযুক্ত কুশ বেরা ও তার স্ত্রী পঞ্চায়েত সদস্য রমা বেরাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
- নির্যাতিতার পরিবারকে আইনি সহায়তা সহ সমস্ত রকমের সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে ওই পরিবারকে তা জানিয়েও দেওয়া হয়েছে।
- ওই পরিবারের যে মহিলার মৃত্যু হয়েছে তাঁর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হলেই দলের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার উন্নয়ন ও মানুষের অধিকারকে প্রতিষ্ঠা দিয়েছে।
- বিজেপি পরিচালিত রাজ্য গুলিতে আইনের শাসন না থাকলেও এরাজ্যে আইনের শাসন আছে।
- তাই এই ঘটনা ঘটার ১২ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
- বিজেপি পরিচালিত যোগী আদিত্যনাথের সরকার উন্নাওয়ে ধর্ষণ করে খুন করার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে একবছর সময় লেগে যায়।
- যে কোনও মৃত্যুর ঘটনাই দুঃখজনক কিন্তু যাঁরা মৃত্যুর ঘটনাকে নিয়ে এলাকায় অশান্তি বাঁধাতে চায় তাঁদেরকে কোনও ভাবেই সমর্থন করা যায় না।
অরুণাভ সেন, বিধায়ক
- ঘটনার পর এই দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে এই ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক কাউকে ক্ষমা করা হবে না। ঘটনার পরেই পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
- বৃহস্পতিবার বিক্ষোভের সময় অভিযুক্ত কুশ বেরার বাড়ি থেকে ধারালো অস্ত্র ছোঁড়ায় একজন গুরুতর ভাবে আহত হন।
- এই ঘটনার অভিযুক্তকেও ক্ষমা করা হবে না। এর আগেও বাগনানে এক কিশোরীর খুনের ঘটনায় এক বছরের মধ্যে দোষীরা শাস্তি পেয়েছে। যাঁরা এইসব ঘটনা নিয়ে এলাকায় অশান্তি পাকাতে চাইছেন তাঁরা দিবাস্বপ্ন দেখছেন।