কৃষক আন্দোলনের টিকরি সীমান্ত থেকে ব্যারিকেড সরিয়ে নিল প্রশাসন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার দিল্লি উপকন্ঠ টিকরি থেকে ব্যারিকেড সরিয়ে নিল প্রশাসন৷ প্রশাসনিক কারণে টিকরি সীমান্তে সাধারণ মানুষের অসুবিধার কথা সুপ্রিম কোর্টের তরফে বলার পরেই সিদ্ধান্ত নিল প্রশাসন।

শুধুমাত্র ব্যারিকেড নয়, পুলিশের তরফে সিমেন্টের ব্যারিকেড, গুল পেরেক সহ সমস্ত কিছু সরিয়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে সংযুক্ত মোর্চার নেতা হান্নান মোল্লা দ্য কোয়ারিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, “আমরা তো আগেই বলেছিলাম আমরা টিকরি বর্ডারে থাকতে চাই না। আমরা বলেছিলাম আমরা রামলীলা ময়দানে যেতে চাই। কিন্তু প্রশাসনের তরফে আটকে দেওয়ার কারণেই আমাদের টিকরি সীমান্তে অবস্থানে বসতে হয়েছে”।

সুপ্রিম কোর্টের দুটি বেঞ্চের দ্বিধাবিভক্তি নিয়ে সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক বলেন, “সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বলছে আন্দোলনের অধিকার রয়েছে। আবার একটি বেঞ্চ বলছে এভাবে রাস্তা আটকে রেখে আন্দোলন করা যায় না। ফলে সুপ্রিম কোর্টের বক্তব্যেও ধোঁয়াশা রয়েছে। তবে আমরাও চেয়েছিলাম দিল্লির ভিতরে বসে সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে”৷

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে পাশ হওয়া তিন কৃষি আইনের বিপক্ষে লাগাতার আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। দিল্লি উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই আটকায় পুলিশ। ২৬ নভেম্বর থেকে একটানা আন্দোলন চলছে দিল্লি উপকন্ঠে।

সম্পর্কিত পোস্ট