নারী নির্যাতনের বিরুদ্ধে দেশ গর্জে উঠল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরাস থেকে এ রাজ্যের উলুবেড়িয়া, কামদুনি কিংবা কাকদ্বীপ সর্বত্রই নারী নির্যাতনের এক ভয়ঙ্কর ছবি উঠে এসেছে এ যাবৎকালে। গোটা দেশ এই ভয়াবহ তার মুখোমুখি দাঁড়িয়ে।

উত্তরপ্রদেশ নারী নির্যাতনের প্রথম সারিতে থাকলেও এ রাজ্যও তার বাইরে নয়। যা অত্যন্ত লজ্জার। এর বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।

এই লড়াইয়ে সব অংশের নারীকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানালেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য সম্পাদিকা কনিনীকা ঘোষ। কোচবিহারে এক সভা থেকে এই আহ্বান জানান তিনি।

গোটা দেশজুড়ে নারী ধর্ষণ ও খুনের প্রতিবাদ সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ ও জাতীয় শিল্পনীতির প্রতিবাদে এবং কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে বুধবার কোচবিহার শহরে মিছিল করে শহরের সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স চত্বরে একটি সভা করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এই সভায় বক্তব্য রাখতে গিয়েই কনিনীকা ঘোষ এই বক্তব্য তুলে ধরেন।

এদিন কনিনীকা ঘোষ আরও বলেন, কেন্দ্রীয় সরকার সহ গেরুয়া বাহিনী নিজেদেরকে ভারতপ্রেমী বা দেশপ্রেমী বলে জোরদার প্রচার করলেও বাস্তবে দেখা যাচ্ছে ভারত নামটিকেই তুলে দিতে চাইছেন তারা। ভারতীয় রেল, ভারতীয় জীবন বীমা নিগম, কিংবা ভারত সঞ্চার নিগম এর মত সংস্থাকে বেসরকারি করণের উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ভারতের নাম মুছে দিতে চাইছেন তারা। আসলে তারাই সবচেয়ে বড় দেশদ্রোহী।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/it-is-not-possible-to-run-a-party-with-a-contractor-company-mihir-goswami-stabbed-the-chief-minister-without-naming-him/

এদিন তিনি বলেন, একদিকে রেশনের চাল চুরি আমফানের ত্রিপল চুরি করছে রাজ্যের শাসক দল আর অন্যদিকে দেশের সম্পদ চুরি করছে বিজেপি। আসলে এরা চোরে চোরে মাসতুতো ভাই। পর্দার সামনে এদের কুস্তি আর পর্দার পেছনে চলছে দোস্তি এরা আসলে তবলার ডায়া এবং বায়া। এরা দুজনে মিলেই জনস্বার্থ বিরোধী বোল তুলছেন এই তবলায়। আসলে এদের থেকে সাধারণ মানুষকে পরিত্রান দিতে পারে বামপন্থীরাই বামপন্থীরাই আসলে বিকল্প শক্তি তাই এই দুই সর্বনাশা শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে মহিলারা।

এদিন সংগঠনের জেলা দপ্তর থেকে মহিলাদের একটি সুবিশাল মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পরিক্রমা করে সমবেত হয় শহরের সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স চত্বরে।

এখানে কনীনিকা ঘোষ ছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের মহিলা নেত্রী যশোধরা বাগচী, সংগঠনের কোচবিহার জেলা সম্পাদিকা শিবানী পাল, মহিলা নেত্রী মধুছন্দা সেনগুপ্ত প্রমূখ। সভাপতিত্ব করেন শিখা আদিত্য।

সম্পর্কিত পোস্ট