বিজেপি করার অপরাধ, সংখ্যালঘু কর্মীর পুকুরে বিষ ছড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি করার অপরাধে এক সংখ্যালঘু বিজেপি কর্মীর দুটি পুকুরে বিষ ছড়িয়ে কয়েক লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠল। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এলাকার তৃণমুল ও বাম আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তপন থানার জাজিহার গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্তে নামে তপন থানার পুলিশ। স্থানীয় খবর, বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি তসলিম মন্ডলের দুটি পুকুর রয়েছে। সেই দুটি পুকুরে তিনি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন।
শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ ওই পুকুরে হঠাৎ মাছ মরে ভেসে উঠতে দেখেন পুকুরের দেখভালের দায়িত্বে থাকা একজন। তিনি খবর দেন তসলিম মন্ডলকে। খবর পাওয়া মাত্রই ছুটে আসেন তারা। হঠাৎ করে এভাবে দুটি পুকুরেই মাছ মরে ভেসে উঠতে দেখে সন্দেহ হয়।
পুকুরের চারধার খুঁজে দেখতে পান কিছুটা দূরেই পড়ে রয়েছে বিষের কৌটো। এরপরেই তারা খবর দেয় পুলিশে। খবর পেয়ে পেয়ে তপন থানা থেকে পুলিশ আসার পাশাপাশি উপস্থিত হন বিজেপি নেতৃত্বরাও।
মিনাখাঁয় পরিবর্তন যাত্রার ট্যাবলোয় বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত গোটা এলাকা
স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণ কুজুর অভিযোগ জানিয়ে বলেন উনি আমাদের একজন সংখ্যালঘু কর্মী হয়ে বিজেপি দলের মন্ডল সভাপতি হয়েছেন। তাই তাকে ও বিজেপির প্রতি এই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অশান্তি তৈরী করতেই এই কাজ করেছে তৃণমূল ও বাম আশ্রিত দুস্কৃতিরা।
তিনি আরও বলেন পুলিশ তদন্তে নেমেছে। আশা করব তারা যথাযথ তদন্ত করে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দেবে।
সেই এলাকার সংখ্যালঘু সেলের মন্ডল সভাপতি তসলিম মন্ডলের দাবি তার সঙ্গে কারোর শত্রুতা নেই। তবে তিনি সংখ্যালঘু হয়ে বিজেপি করার জন্য হয়তো এলাকার তৃণমুল বা বাম দলের আশ্রিত দুষ্কৃতিরা সংখ্যালঘুদের ভয় দেখাতে এই কাজ করলেও করে থাকতে পারে। তপন থানার পুলিশ জানিয়েছে বিষয়টির তদন্ত শুরু করেছে প্রশাসন।