সরকারের থেকে প্রাপ্য বরাদ্দ ঠিকমত আসছে না, কেন্দ্রের সমালোচনায় মুখর পার্থ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের মানুষকে অর্থনৈতিক স্বচ্ছলতা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার মতো সমস্ত পরিষেবাকে সামগ্রিক করে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর। বিধানসভায় আজ রাজ্যের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শেষে জবাবী ভাষণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন।
কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য বরাদ্দ ঠিকমত না পাওয়ার কারণে আইসিডিএস এর মত কেন্দ্রীয় প্রকল্প যথাযথভাবে রুপায়ন করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। পার্থ বাবু বলেন নিদারুণ আর্থিক সংকটের মধ্যেও রাজ্য সরকার কোন কর্মচারীর বেতন কমায়নি বা কর্মী সংকোচনের পথে হাঁটেনি। এখানেই রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি সঙ্গে কেন্দ্রের দৃষ্টিভঙ্গির তফাৎ।
কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন রাজ্য থেকে সমস্ত কর এবং শুল্কের টাকা তুলে নিয়ে গেলেও রাজ্যের প্রাপ্য অর্থ ঠিকমত না দিয়ে বঞ্চনা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার মাছের তেলে মাছ ভাজছে। মুখে সোনার বাংলা গড়ার কথা বললেও আদতে বাংলাকে ভাতে মারার কৌশল করছে।
রাজ্য সরকারের গত তিন বছরের আর্থিক খরচের হিসাব অডিট করার দাবি বিজেপির
রাজ্যের প্রাপ্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য তিনি বিধানসভায় সরব হন। কোভিডের টিকাকরণ নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এ রাজ্যকে পর্যাপ্ত পরিমাণে টিকার যোগান না দেওয়ায় রাজ্যে টিকাকরণের কর্মসূচি ব্যাহত হচ্ছে। রাজ্য সরকারকে ৬০ কোটি টাকা খরচ করে ১৮লক্ষ টিকা র ডোজ কিনতে হয়েছে।
উল্লেখ্য, আজ দুপুরে অধিবেশন শেষ হওয়ার পরে বিধানসভার মূল প্রবেশ দ্বারে আচমকা চাঙ্গর ভেঙ্গে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। সেই সময়ে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলে দেন। এই ঘটনায় কেউ হতাহত হননি। উল্লেখ্য গত মঙ্গলবার ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের ঘরের এসি থেকে ধোঁয়া বেরোলে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে এনেছিলেন।