করোনা রোগীকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত অ্যাম্বুলেন্স চালক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার রাতে কোলাঘাট ব্লকের তিনজনের করোনা পজেটিভ ধরা পড়ে। আজ সকালে কোলাঘাট ব্লকের গোপালনগর থেকে দুই করোনা আক্রান্ত রোগীকে পাঁশকুড়া করোনা হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছিল।
নিয়ে যাওয়ার পথে NH6 জাতীয় সড়কে কোলিশ্বরের কাছে একটি লরির পিছনে ধাক্কা মারে করোনা আক্রান্ত রোগী বহনকারী অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক রবীন্দ্রনাথ মন্ডলের।
এখনই বাসভাড়া বাড়ান রেগুলারিটি কমিটিকে হুমকি বাস মালিকদের
গাড়িতে করোনা আক্রান্ত রোগী থাকায়, দুর্ঘটনাগ্রস্থ গাড়ির সামনে এলাকাবাসী কেউ আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া করোনা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। গুরুতর জখম অবস্থায় দুই করোনা আক্রান্ত রোগীকে উদ্ধার করে ভর্তি করা হয় পাঁশকুড়া করোনা হসপিটালে।
কোলাঘাট ব্লকের একমাত্র করোনা রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চালাত এই ব্যক্তি। তার মৃত্যুতে কোলাঘাট গোপালনগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।