পিএসির সদস্যপদে মুকুল রায়ের মনোনয়ন জমা নিল বিধানসভা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার শাসক দলের তরফে পিএসির সদস্যপদের জন্য মনোনয়ন জমা দেন মুকুল রায়। বৃহস্পতিবার মুকুল রায়ের মনোনয়ন জমা নিয়েছে বিধানসভা। শুধুমাত্র মুকুল রায় নয়, পিএসির সদস্যপদের জন্য ২০ জন নেতার নাম মনোনিত হয়েছে। যার মধ্যে রয়েছে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর নাম।

প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পরেই জল্পনা শুরু হয় দলীয় সংগঠনের পাশাপাশি রাজনৈতিক গুরুত্ব বাড়তে চলেছে মুকুল রায়ের। তেমনটাই হল। বিধানসভার পিএসি চেয়ারম্যান পদের জন্য মুকুল রায়কে এগিয়ে রেখেছে তৃণমূল । বিজেপির পক্ষ থেকে সেই দৌড়ে রয়েছেন বালুরঘাটের বিধায়ক, অর্থনীতিবীদ অশোক লাহিড়ী। বুধবারের পর থেকেই পিএসি পদ নিয়ে দড়ি টানাটানি শুরু করেছে শাসক-বিরোধী শিবিরে।

বুধবারই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন তিনি। মুকুল রায়ের জন্য এত সহজে জমি ছাড়তে নারাজ বিরোধী দলনেতা। আগামী ১৬ জুলাই মুকুল রায়ের দলত্যাগ বিষয়ে শুনানি রয়েছে । সেখানে উপযুক্ত তথ্য,প্রমাণ নিয়ে হাজির হবেন তিনি। কোনও সমাধান না মিললে আদালতে যেতে চান নন্দীগ্রামের বিধায়ক।

রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর, বৈঠকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

অন্যদিকে, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুকুল রায়ের পিএসি সদস্যপদের মনোনয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, মুকুল এখনও বিজেপির সদস্য। তবে যা সিদ্ধান্ত নেওয়ার স্পিকার নেবেন।
প্রথা অনুযায়ী পিএসি সদস্যপদ এবং দায়িত্ব বিরোধীরা পেয়ে থাকেন। কিন্তু শাসক বিরোধী সমঝোতার কারণে অনেক সময় শাসক দলের সদস্যরাও চেয়ারম্যান হন। কিন্তু এবারের রাজনীতিতে পটপরিবর্তন দেখা দিয়েছে। পরিষদীয় রাজনীতির চক্রব্যুহে ফেলতে মরিয়া শাসক শিবির। ক্রমাগত রোমাঞ্চকর হয়ে উঠছে পরিষদীয় রাজনীতি।

সম্পর্কিত পোস্ট