নিজের বাড়িতে অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গেলেন জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার সাতসকালে অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গেলেন জনপ্রিয় জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রীর বাড়িতে। সূত্রের খবর, এদিন সকালে কেষ্টপুর বারোয়ারিতলার বাড়িতে দোতলায় আগুন লেগে যায়।

প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, যখন এই অগ্নিকাণ্ড ঘটে তখন বাড়িতেই ছিলেন জয়ন্ত শাস্ত্রী। মারাত্মক আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের ৬০ শতাংশই পুড়ে গিয়েছিল।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/besides-three-states-cpim-will-fight-against-congress-in-kerala/

পুলিশের প্রাথমিক ভাবে অনুমান ধোঁয়ার জেরে দমবন্ধ হয়ে এই মৃত্যু ঘটেছে। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুনের জেরে ভেতরে আটকে পড়েছিলেন জয়ন্ত শাস্ত্রী। তালা ভেঙে দমকল কর্মীরাই তাঁকে উদ্ধার করে। দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট