জনসচেতনতায় সেরা কোভিড সচেতন পুজো পাবে আকর্ষণীয় উপহার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উত্সবকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান করে রাজ্য সরকার। বাংলা বা বাংলার বাইরের নির্বাচিত পুজোকে শারদ সম্মান প্রদান করা হয়। করোনা পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে এবার নয়া সংযোজন,সেরা কোভিড সচেতন পুজো।

২০১৩ থেকে শুরু করে আজ অবধি বিশ্ব বাংলা,শারদ সম্মান প্রদান করে আসছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পুরস্কার প্রদানের মূল বিষয় ছিল ক্লাব বা পুজো কমিটিগুলোকে উৎসাহ দেওয়া।

এবারেও তাতে ভাটা ফেলতে পারেনি কোভিড। এবারও সেরা মন্ডপ সেরা আলোকসজ্জা,সেরা প্রতিমা, সেরা পরিবেশের সঙ্গে যোগ হয়েছে সেরা কেভিড সচেতন পুজো। কলকাতা ছাড়া আরও বাইশটি জেলা পুরস্কার ও কোভিড সচেতনতায় জায়গা করে নিয়েছে,এমনটাই জানিয়েছেন তথ্য-সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।

একনজরে কী কী বিষয় গুরুত্ব পাচ্ছে?

১.কলকাতা, দক্ষিণ দমদম,বরানগর,বিধাননগর পুর নিগম এলাকায় বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান করা হবে সেরা প্রতিমা,সেরা মন্ডপ,সেরা ভাবনা,সেরা আলোকসজ্জা,সেরা পরিবেশবান্ধব,সেরা আবিষ্কার,সেরা সমাজকল্যাণমূলক পুজো,সেরা কোভিড সচেতন পুজো,সেরা শিল্পী,সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা।

২. কলকাতা ও সংলগ্ন এলাকার পুজোগুলির জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ-বিশ্ববাংলা শারদ সম্মান-২০২০ বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করবেন। বিচাররক মন্ডলী দ্বারা নির্বাচিত পুজো কমিটিগুলিকে বিশ্ববাংলা শারদ সম্মান -২০২০ পুরস্কারে ভূষিত করা হবে।

৩. কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার সেরা পুজো,সেরা প্রতিমা,সেরা মন্ডপও সেরা কোভিড সচেতন পুজো বিশ্ববাংলা শারদ সম্মানে ভূষিত হবে।

৪.বিদেশের পুজোগুলি সাধারণতঃ তিথির নির্ঘন্টও মেনে হয় না,সপ্তাহান্তে হয়ে থাকে।তাদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে।রাজ্যের বাইরের পুজোগুলোও অনলাইনে আবেদন করতে পারবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/hathras-incident-alahabad-highcourt-judge-questions-the-role-of-the-police/

৫. ১০অক্টোবর বিকেল ৫টা থেকে ১৬ই অক্টোবর ২০২০ পর্যন্ত পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে। এই সময়সীমার মধ্যে জমাও দেওয়া যাবে। জেলার পুজোগুলোর ক্ষেত্রে অনলাইন ছা়ড়াও সংশ্লিষ্ট জেলার জেলা বা মহকুমা তথ্যও সংস্কৃতি আধিকারিকের দফতর থেকে আবেদনপত্র পাওয়া যাবে এবং জমা দেওয়া যাবে।

৬.পুজো পরবর্তী সময়ে এই প্রতিযোগিতার বিজয়ী পুজো কমিটি গুলিকে পুরস্কৃত করা হবে।

বিস্তারিত তথ্য রয়েছে- www.egiebangla .gov.in.www.wb.gov.in

অতিমারী পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনভাবেই পুজোর আয়োজনও ব্যবস্থাপনায় জোর দিচ্ছে রাজ্য সরকার। বিশ্বমঞ্চে বাঙালির সেরা উত্সব আরও গৌরব বৃদ্ধি করুক সেই লক্ষ্যপূরণে তত্পর প্রশাসন।

সম্পর্কিত পোস্ট