হিংসার ঘটনা বন্ধ না হওয়া অবধি বিধানসভা বয়কটের সিদ্ধান্ত বিজেপির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে হিংসার ঘটনা না থামা অবধি বিধানসভা বয়কট করল বিজেপি। শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে চলে বিধানসভার পরিষদীয় বৈঠক। সেই বৈঠকে বিজেপির তরফে স্থির করা হয়েছে, রাজ্যে হিংসা বন্ধ না হওয়া অবধি বিধানসভা বয়কট করবেন তাঁরা। শনিবার বিধানসভার স্পিকার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে অংশ নেবেন না বিজেপির কোনও নেতারা।
একুশের নির্বাচনের আগে ২০০ এর বেশী আসন নিয়ে ক্ষমতায় আসার কথা জানিয়েছিল বিজেপি। কিন্তু ১০০ থেকে অনেক দুরে থেকে যায় তাঁদের যাত্রা। নির্বাচনের ফল ঘোষণার পর ব্যাপক সংখ্যক আসন নিয়ে জয়লাভ করে তৃণমূল। কিন্তু ভোটের পরেও রাজ্যের একাধিক জায়গায় জারি রইল অশান্তি।
কোচবিহার থেক খেজুরি, এমনকি খাস কলকাতাতেও জারি রইল ভোট পরবর্তী অশান্তি। শুক্রবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। হলফনামা আকারে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেছে আদালত।