প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গোয়েল রাজ্যসভায় দলনেতা, ঘোষণা বিজেপির

দ্য কোয়ারি ডেস্ক: সম্প্রতি মোদির ক্যাবিনেট সম্প্রসারণ হয়েছে। আর তাতেই পীযূষ গোয়েলের হাত থেকে রেল মন্ত্রক সরিয়ে বয়ন মন্ত্রকের দায়িত্ব অর্পণ করা হয়েছে । এতদিন এই দফতর সামলেছেন স্মৃতি ইরানি। তাঁকে এখন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

রেল মন্ত্রকের দায়িত্ব এখন দেওয়া হয়েছে অশ্বিনী বৈষ্ণ কাঁধে। এই রদবদলের পরপরই পীযূষ গোয়েলকে রাজ্যসভায় আনছে বিজেপি। তিনি এতদিন রাজ্যসভার ডেপুটি লিডার ছিলেন।

২০১০ সাল থেকে রাজ্যসভার সদস্য তিনি। একুশের বাদল অধিবেশনের ঠিক আগে উচ্চকক্ষের নেতা হিসাবে পীযূষ গোয়েলকে মনোনীত করল ভারতীয় জনতা পার্টি। একসময় বাণিজ্য, শিল্প, ক্রেতা বিষয়ক মন্ত্রক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন পীযূষ গোয়েল।

২০১৮-২০১৯ সালে তিনি রেল মন্ত্রী থাকাকালীন রেকর্ড ছিল সব থেকে ভালো। পীযূষ গোয়েলের বাবা বেদপ্রকাশ গোয়েল বাজপেয়ী জমানায় মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন।

সংসদের বাদল অধিবেশনের আর মাত্র কয়েকটা দিন বাকি। রাজনৈতিক মহলের মতে, রীতিমতো উত্তাল হয়ে উঠবে এই অধিবেশন। করোনার দ্বিতীয় ওয়েভ সামলাতে ব্যর্থ হয়েছে বিজেপি। এই অভিযোগ তুলে বিজেপিকে লাগাতার বিরোধীপক্ষের আক্রমণের মুখে পড়তে হবে। শুধু তাই নয় লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হবে কংগ্রেসও।

উল্লেখ্য, এতদিন রাজ্যসভার নেতা ছিলেন থাওয়ারচাঁদ গেহেলট। গত সপ্তাহে কর্নাটকের রাজ্যপাল হিসেবে তিনি শপথ গ্রহণ করার পর রাজ্যসভার নেতা হিসেবে পীযূষ গোয়েলকে মনোনীত করে বিজেপি।

সম্পর্কিত পোস্ট