ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি বিজেপির

দ্যা কোয়ারি ডেস্ক: দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই রেশ কাটতে না কাটতেই ভ্যাকসিন দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে বিজেপি।

সূত্রের খবর জেলায় জেলায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে সামিল হচ্ছেন গেরুয়া শিবিরের নেতৃত্বরা। বুধবার থেকে শুরু করে লাগাতার চারদিন চলবে এই বিক্ষোভ কর্মসূচি।

বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে বিজেপির মুখপাত্র বলেন শমীক ভট্টাচার্য বলেন, শাসকদল বিধানসভা নির্বাচনের আগে এবং পরে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেই চলেছে। মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন সমস্ত ভারতবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। রাজ্য সরকার নিজে ভ্যাকসিন কেনার কথা জানিয়েছিলেন। কিন্তু সেই পরিস্থিতি আজ কোথায় গিয়ে ঠেকেছে?

তিনি আরও বলেন,  একজন ভুয়ো ভ্যাকসিন দাতাকে দেখা গেছে। তারপরেও বিভিন্ন জায়গায় ভ্যাকসিনের মাধ্যমে দলতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক শিবির।

পুরুলিয়া ,কোচবিহার, শিলিগুড়ি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল সিন্ডিকেটের বিরুদ্ধে লাগাতার অবস্থান কর্মসূচিতে শামিল হয়েছে বিজেপি নেতৃত্বরা। বিজেপির এই প্রতিবাদ জেলাতেই সীমাবদ্ধ থাকবে না। আঁচ পড়বে কলকাতাতেও। একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্বরা।

সম্পর্কিত পোস্ট