বিধানসভায় বাজেট আলোচনায় শাসকদলকে তীব্র নিশানা বিজেপির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য বাজেটে কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতিকে তীব্র কটাক্ষ করা হয়েছে। বাজেট সম্পর্কে নিজেদের প্রতিক্রিয়া দিতে গিয়ে বুধবারই কটাক্ষ ফিরিয়ে দিয়েছে বিজেপি। উন্নয়ন প্রসঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দলীয় বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে পাশে নিয়ে বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন বুধবার শুভেন্দু। সেখানেই উত্তরবঙ্গে উন্নয়ন নিয়ে অনেক সরব হন বিজেপি বিধায়করা।
আজকের বিধানসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। তিনি বলেন- “ভারতের অডিটর এবং কম্পট্রোলার জেনারেলের দ্বারা রাজ্য সরকারের হিসেবের যথাযথ নিরীক্ষণ করতে হবে। দেনার হ্রাস করা প্রয়োজন”।
বাজেট নিয়ে বক্তব্য রাখেন বিজেপি শ্রীমতি শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি বলেন- ” শিল্পের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। চাকরি ক্ষেত্রে নিশ্চয়তার অভাব রয়েছে এবং রাজ্যে নিয়োগের অভাব। পশ্চিমবঙ্গ দৈনিক মজুরি আইন অনুযায়ী একজন অদক্ষ শ্রমিকের থেকে কম মজুরি পান রাজ্যের আইসিডিএস, আশাকর্মী এবং প্যারা টিচাররা।”
TMC vs Suvendu Adhikari: ‘দলদাস’ স্পীকার ! শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ তৃণমূলের
বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল বলেন- “রাজ্য সরকার রাজ্যের সমৃদ্ধি সম্পর্কে উদাসীন। বন্দর, সড়ক, জাতীয় সড়ক কিংবা পণ্য সরবরাহকারী করিডোর – রাজ্য সরকারের সমস্ত কাজে অনীহা। মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে অনিচ্ছুক এবং তাই উন্নয়নমূলক প্রকল্পগুলি দূরে সরিয়ে রাখছেন।”
বিধানসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক নরহরি মাহাতো বলেন কর্ম সংস্থান, শিল্প, দেনা, বাজেটে বরাদ্দ সহ একাধিক বিষয়ে কথা বলেন। তিনি বলেন “সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একজন ব্যক্তির বেতন তার চাকরির সঙ্গে সামঞ্জস্য রেখে হতে হবে কিন্তু রাজ্যে আইসিডিএস, আশা এবং সিভিক কর্মীদের মতো অস্থায়ী কর্মচারীরা উপযুক্ত বেতন পাচ্ছেন না।”