টিকিয়াপাড়ার ছোট ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি, তোপ মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাস মোকাবিলার এই সংকটময় পরিস্থিতিতে সাহায্য করার বদলে রাজনীতি করছে বিজেপি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

টিকিয়াপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর অভিযোগ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ গেরুয়া শিবিরকে তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সামাজিক হোন, অসামাজিক হবেন না।’

দেশজুড়ে বেড়েই চলেছে মারণ করোনার সংক্রমণ। পশ্চিমবঙ্গেও ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। ইতিমধ্যেই বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫০। এই পরিস্থিতিতে ফের বিজেপির সঙ্গে সংঘাত বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, সংকটের এই সময়ে রাজ্য সরকারের পাশে থাকার বদলে রাজনীতি করছে বিজেপি। এই প্রসঙ্গে হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার টিকিয়াপাড়ায় লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত হন Raf ও পুলিশকর্মীরা। অতর্কিতে চালানো হামলায় বেশ কয়েকজন পুলিশ ও Raf-এর কর্মী জখম হন।

টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডের ঘটনায় রাতেই অপসারিত পুর-কমিশনার, বিজ্ঞপ্তি নবান্নের

রাজ্যে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ ছড়িয়েছে হাওড়া জেলাতেই। হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে।

টিকিয়াপাড়াকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই টিকিয়াপাড়াতেই লকডাউন কার্যকর করতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ ও Raf। পুলিশ ও Raf-এর উপর হামলার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ওই ভিডিওটিকে হাতিয়ার করে বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি করছে বিজেপি।

বিজেপি সোশাল মিডিয়ায় টিকিয়াপাড়ায় পুলিশের উপর হামলার ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য করছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘হাওড়ার একটি ছোট ঘটনা নিয়ে প্রচার করছে বিজেপি। রাজ্য সরকারকে অপদস্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। হাওড়ার ঘটনা কখনই কাম্য নয়, ওটা ভুল। কিন্তু কখনই একটি ঘটনাকে ধর্মের ভিত্তিতে আলাদা করে দেখা ঠিক নয়।’

সম্পর্কিত পোস্ট