রাজ্য ভাগের পক্ষে সওয়াল করেছিলেন বিজেপি বিধায়ক, পাল্টা জবাব শাসকদলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য ভাগের দাবি নিয়ে ফের বিধানসভায় সরব বিজেপি। বুধবারই সাংবাদিক বৈঠক করে রাজ্য ভাগের পক্ষে সওয়াল করেছিলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।বৃহস্পতিবার বিধানসভার অন্দরে সাপ্লিমেন্টারি বাজেট নিয়ে আলোচনার সময় উত্তরবঙ্গে আলাদা রাজ্য গঠনের করে নিজের দাবির পক্ষে ফের সওয়াল করেন কর্শিয়াংয়ের বিধায়ক।
যার পাল্টা দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন রাজ্য ভাগের চক্রান্ত কখনোই সফল হতে দেওয়া হবে না। এদিন সাপ্লিমেন্টারি বাজেট আলোচনায় অংশ নিয়ে বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ বলেন, “কাল যা বলেছি, তা আপনাদের খারাপ লেগেছে। কিন্তু বিভাজন আমরা চাইছি না, আপনার চাইছেন। রবীন্দ্র জয়ন্তী পাহাড়ে পালন হয়। কিন্তু ভানু ভক্ত জয়ন্তীতে রাজ্যে ছুটি ঘোষণা হয় না। শুধু পাহাড়ের জন্য ছুটি হয় কেন?”
Higher Secondary Exam 2022 : শেষ মুহূর্তে পাল্টে গেল উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি
বিষ্ণুপ্রসাদের এই ‘বঙ্গভঙ্গ’ দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা সরব হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিষ্ণুপ্রসাদের বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, “আপনি পাহাড় নিয়ে যা বলেছেন তা ভালো লাগেনি। খারাপ লেগেছে। পাহাড় কোনওদিন আলাদা হবে না।”
কটাক্ষ করেন, “পাহাড়ের কথা ওরা এত বলেন, আমাদের মুখ্যমন্ত্রী এতবার পাহাড়ে গিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী কতবার গিয়েছেন?”আরেক তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্লোল খাঁও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হন।
এরপরই বিধানসভা থেকে বেরিয়ে যান বিষ্ণুপ্রসাদ শর্মা সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক। যদিও সরকারিভাবে ওয়াকআউট করেনি বিজেপি। বিষ্ণুপ্রসাদ শর্মা সহ অন্য বিজেপি বিধায়কদের এইভাবে কক্ষ ছেড়ে যাওয়ার ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করেন স্পিকার। তিনি বলেন, “বিরোধী দলের যাঁরা বেরিয়ে গেলেন, এটা অশালীন, অসহনশীল। গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আশা করি, আগামীদিনে তাঁরা এটা করবেন না।”