তৃণমূলের পথে হেঁটেই শহীদ শ্রদ্ধাঞ্জলি বিজেপির
দ্য কোয়ারি ডেস্ক: আজ ২১ জুলাই। তৃণমূলের শহীদ দিবস পালন করা হবে। পাশাপাশি একই দিনে বিজেপিও নিহত কর্মীদের শহীদের মর্যাদা দিয়ে দিনটি স্মরণ করতে চাইছে।
তৃণমূলের পাশাপাশি বিজেপিও আজ শহীদ দিবস পালন করবে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে এখনো পর্যন্ত তাদের ১০০-র বেশি কর্মীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি।
এ বিষয়টিকে মাথায় রেখেই আজ তারাও শহীদ স্মরণ করবেন। জেলায় জেলায় কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
জানা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজঘাটে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, রাজ্য জুড়ে হিংসা ও বিজেপি কর্মী খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও গোটা দেশকে পশ্চিমবঙ্গের প্রকৃত অবস্থা জানাতে আমাদের এই কর্মসূচি ।
দুপুর দেড়টা থেকে বিকেল চারটে পর্যন্ত হেস্টিংসের দলীয় কার্যালয় শহীদ শ্রদ্ধাঞ্জলি পালন করবে বিজেপি। রাজ্য নেতৃত্বের পাশাপাশি থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সমস্ত মন্ডল অফিস এবং বুথস্তরে ভার্চুয়ালি সবাইকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হবে। এছাড়া ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে এই কর্মসূচি গোটা দেশ এবং বিশ্বের বাঙালিদের কাছে পৌঁছে দেবে ভারতীয় জনতা পার্টি।
কোভিড আবহে এবার ভার্চুয়ালি পালন করা হবে তৃণমূলের শহীদ দিবস। ধর্মতলায় হবেনা কোন সভা- সমাবেশ। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী ভিডিওবার্তা জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য এবার দিল্লি।