শপথ গ্রহণ অনুষ্ঠানেও নির্বাচনী হিংসা নিয়ে সরব বিজেপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শপথ গ্রহণ অনুষ্ঠানেও নির্বাচনী হিংসা নিয়ে সরব হল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রামের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এদিন শপথের পরেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন তিনি।
এদিন শুভেন্দু বলেন, পশ্চিমবাংলায় কেউ সুরক্ষিত নন। হিন্দুরা তো ননই। রাজ্যে ভয়ঙ্কর অবস্থা চলছে। ১৫৬ কিলোমিটার দূর থেকে এসে আমি শপথ নিতে পেরেছি এই ভগবানের অশেষ আশীর্বাদ। দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরক্ষিত নন। আপনি আমি তো কোন ছাড়!
কিষান সম্মান নিধি নিয়ে পত্রযুদ্ধ রাজ্য ও কেন্দ্রের
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ২০০১-এ আমি তৃণমূলের প্রার্থী হয়ে অল্প ভোটে হেরেছিলাম। সেবারও তৃণমূলের সরকার প্রায় হয়ে গিয়েছিল। আমরাও আশা করেছিলাম হয় এবার নয় নেভার। সে সময় যে সন্ত্রাস চলেছিল, বর্তমান পরিস্থিতি তাকেও ছাপিয়ে গিয়েছে। সেটা ছিল রাজনৈতিক সন্ত্রাস। আর এখন নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে। যা দেশ ভাগের সময়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
এখনও বিজেপি বিরোধী দলনেতার নাম ঘোষণা করেনি। এই নিয়ে এদিন তাঁকে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, ‘ভারতীয় জনতা পার্টি কোনও প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়। এ ব্যাপারে দলের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।