ভোট পরবর্তী হিংসা সহ একাধিক দাবিতে শাসক দলের বিরুদ্ধে ডেপুটেশন বিজেপির

দ্য কোয়ারি ওয়েবডস্কঃ নির্বাচন-পরবর্তী হিংসা সহ বেশ কয়েকটি বিষয়ে বারাসাত জেলা শাসকের কাছে বিক্ষোভ করে ডেপুটেশন দিল বারাসাত জেলা বিজেপি নেতৃত্ব।  শুক্রবার সকালে বারাসাত জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন তারা।

মূলত নির্বাচন-পরবর্তী হিংসা, কোভিড ভ্যাকসিন নিয়ে দুর্নীতি, ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে দেওয়া এবং এলাকায় আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা করে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বারাসাত জেলা বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি।

তাদের দাবি, ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই জেলার অসংখ্য মানুষ শাসকদলের অত্যাচারে ঘর ছাড়া, মহিলাদের ওপর অত্যাচার ধর্ষণ শ্লীলতাহানীর মতন ঘটনা ঘটেছে। থানা কোন অভিযোগ জমা নেয়নি। ঘর ছাড়াদের তালিকা জেলাশাসকের দপ্তরে জমা পড়া সত্ত্বেও আজও কোনো প্রতিকার হয়নি। যারা বাড়ি ফিরেছেন তাদের মারধর করে আবারো বাড়িছাড়া করা হয়েছে। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

করোনা ভ্যাকসিনে শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে বিস্ফোরক শান্তনু ঠাকুর

পাশাপাশি কেন্দ্রীয় সরকার কোভিড ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করলেও শাসক দল নিজেদের কুক্ষিগত করে রেখেছে বলে অভিযোগ করছে বিজেপি। অভিযোগ, বিরোধী দলের লোকদের ভ্যাকসিন নিতে বাধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয় ইচ্ছাকৃতভাবে ভ্যাকসিনের ক্রাইসিস তৈরি করে বেসরকারি জায়গা থেকেই ভ্যাকসিন কিনতে বাধ্য করা হচ্ছে।

বারাসাত জেলা বিজেপির এই দাবিগুলি সুষ্ঠু সমাধান এবং এলাকায় আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বারাসাত জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন দিল বারাসাত জেলা বিজেপি কর্মীরা।

বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা থেকে এসপি অফিসের সামনে ধরনা। 5 দফা দাবি ডেপুটেশন, ঘরছাড়া বিজেপি নেতাকর্মীদের অবিলম্বে বাড়ি ফিরিয়ে আনতে হবে, সাধারণ মানুষের বিনামূল্য ভ্যাকসিন দিতে হবে।

অন্যদিকে,  বসিরহাটে বিজেপি কর্মীরা বসিরহাট এসপি অফিসের সামনে রাস্তার উপর বসে অবস্থান-বিক্ষোভে শামিল হল বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষের নেতৃত্বে। এদিন উপস্থিত ছিলেন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি বিশ্বজিৎ দাস, জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার ,বিজেপির সাংগঠনিক জেলার সভাপতিসহ বিজেপি নেতৃত্ব।

তাদের দাবি ভোট-পরবর্তী হিংসা বসিরহাট মহাকুমার বিভিন্ন প্রান্তে বিজেপি নেতা কর্মীরা ঘরছাড়া আছে তাদেরকে পুনরায় বাড়ি ফেরাতে হবে। ভ্যাকসিন সঠিকভাবে সাধারণ মানুষকে দিতে হবে। ভ্যাকসিন নিয়ে জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ ও বিজেপি কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। মোট ৫ দফা দাবি নিয়ে এসপি অফিসে ডেপুটেশন দিলেন বিজেপি নেতৃত্বে।

সম্পর্কিত পোস্ট