জীবনের ঝুঁকি নিয়ে চলছে নৌকা পারাপার, ব্রিজ নির্মানের দাবিতে সরব স্থানীয়রা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০১৯ সালে দুর্ঘটনার পর থেকে প্রশাসনের নির্দেশে বন্ধ নৌকা চলাচল। নজরদারির অভাবে জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় চলছে নদী পারাপার। মালদার চাঁচোলের বর্ষায় ভরা মহানন্দাতে জগন্নাথপুর ঘাটের এই ছবি যথেষ্ট উদ্বেগের।

ভগবান ভরসায় চলছে নৌকা পারাপার অভিযোগ স্থানীয়দের।ব্রিজ নির্মাণের দাবি নদীর দু’পাড়ের বাসিন্দাদের। সমস্যার স্থায়ী সমাধানের জন্য কি করা যায় বিডিওর সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন চাঁচলের মহকুমা শাসক। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল- বিজেপি চাপানউতোর।

মালদার চাঁচোলের জগন্নাথপুর গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। নদীর এপারে চাঁচোল আর ওপারে উত্তর দিনাজপুরের ইটাহার।

দুই জেলার মানুষের দ্রুত যোগাযোগের পথ এই মহানন্দা নদী। এপারের মানুষ ওপারে যান ব্যবসা করতে। স্কুলে পড়াশোনা করতে যান ছাত্রছাত্রীরা।

অনেকে আবার চিকিৎসা করাতে যান উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ওপারের মানুষ এপারে আসেন ব্যবসা করতে। প্রতিদিন বহু মানুষ এপার থেকে ওপারে যান এবং ওপার থেকে এপারে আসেন। আগে বড় নৌকা করে যাতায়াত করতেন দুপারের বাসিন্দারা।

চলতি সপ্তাহেই শেষ করতে হবে রাস্তা মেরামতির কাজ, কড়া নির্দেশ নবান্নের

কিন্তু ২০১৯ সালে ভয়াবহ নৌকা ডুবির পর বদলে গেছে চিত্রটা। প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে নৌকা চলাচল। কিন্তু নজরদারি এড়িয়ে ছোট নৌকায় করে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। ছোট নৌকায় যাতায়াতে যে ঝুঁকি রয়েছে তা মানছেন মাঝিও।

তাই স্থায়ী সমাধানের জন্য ব্রিজ নির্মাণের দাবি করছেন স্থানীয়রা।পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁচোল এর মহকুমাশাসক কল্লোল রায়। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর।

মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু বলেন, আসলে মানুষের জীবন নিয়ে খেলছেন ওরা। ওদের এটাই আসল খেলা হবে স্লোগান এর তাৎপর্য। রাজ্য সরকার সাহায্য চাইলে ব্রিজ নির্মাণে সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র।

চাঁচোলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন, ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হবে। তিনি অনুমতি দিলেই শুরু হবে ব্রিজ নির্মাণ। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেন ওখানকার সাংসদ বিজেপির তাহলে তিনি উদ্যোগ নিচ্ছেন না কেন?

সম্পর্কিত পোস্ট