দু’ সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে খাতা দেখা, নির্দেশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও বাকি। তবে ইতিমধ্যেই যে বিষয়গুলির পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে সেগুলির মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশ শিক্ষকদের কাছে পৌঁছে গিয়েছে।
আসলে করোনাভাইরাস সবচেয়ে বেশি কোন কিছুর উপর যদি প্রভাব ফেলে থাকে তা হল দেশের শিক্ষাব্যবস্থা। বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ভাইরাসের উৎপত্তি হয়। যার ফলে মাঝপথে বন্ধ রাখতে হয় পরীক্ষা।
ফলে এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে ঝুলে রয়েছে গোটা বিষয়টি। এই মুহূর্তে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ চাইছে, যেহেতু বাকি পরীক্ষাগুলি এখন নেওয়া যাচ্ছে না, তাই আগে হয়ে যাওয়া পরীক্ষা গুলির উত্তরপত্র দেখার কাজ এগিয়ে রাখতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
দিল্লিতে শর্তসাপেক্ষে খোলা হবে শপিং মল, বাজার জানালো কেজরিওয়াল সরকার
এই অবস্থায় শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী দু সপ্তাহের মধ্যেই খাতা দেখে মূল্যায়ন প্রক্রিয়া শেষ করতে হবে । এদিনই মূলত এই নির্দেশ প্রধান পরীক্ষক ও মূল্যায়নকারী শিক্ষকদের কাছে পৌঁছে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
পাশাপাশি, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে প্রধান পরীক্ষকদের বাড়িতে বাড়িতে উত্তরপত্র পৌঁছে দেওয়া হবে। নির্দেশিকাতে বলা হয়েছে, প্রধান পরীক্ষকদের কাছ থেকে মূল্যায়নকারী শিক্ষকদের এই উত্তরপত্র দ্রুত সংগ্রহ করতে হবে।
উত্তর পত্র সংগ্রহ করার জন্য গণপরিবহন বা নিজেদের গাড়ি ব্যবহার করেই নিতে হবে বলে নির্দেশিকায় জানিয়েছে সংসদ। সংসদের তরফের নির্দেশিকায় এও বলা হয়েছে খুবই কম সময়ের মধ্যে খাতা মূল্যায়ন করার পাশাপাশি স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ করে নম্বর সংসদকে পাঠাতে হবে।
এখনো যে পরীক্ষা গুলি নেওয়া বাকি রয়েছে সেগুলির ক্ষেত্রে পরীক্ষা হওয়ার পর কিভাবে তার খাতা দেখা হবে বা স্ক্রুটিনি হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।