শ্লীলতাহানি রুখলেন সাহসী নাট্যকর্মী, অভিযুক্তকে তুলে দিলেন পুলিশের হাতে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  উত্তর 24 পরগনা অশোকনগর:নাটকের রিহার্সাল সেরে বাড়ি ফিরছিলেন গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত এক মহিলা নাট্যকর্মী। বয়স আঠারোর থেকে কিছুটা বেশি।

রাত প্রায় পৌনে দশটা। ফাঁকা রাস্তা। ওইসময় কয়েকজন দুস্কতীর হাতে আক্রান্ত হন তিনি। হঠাৎ একজন তাঁর সঙ্গে অভব্য আচৎণ শুরু করে বলে ওই তরুণী জানিয়েছে। তার শ্লীলতাহানির চেষ্টা করলে চিৎকার করে ওঠেন ওই তরুনী। আর এরপরই অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কিন্তু ওই তরুনীর সাহসের কাছে হার মেনে যায় অভিযুক্তরা। ছুটে গিয়ে অভিযুক্ত অমিও দাসকে ধরে ফেলে সে। অশোকনগর রবীন্দ্র পল্লীর বাসিন্দারা নিগৃহীতা ওই নাট্যকর্মীর চিৎকারে ছুটে আসেন। অভিযুক্তকে মারধর শুরু করেন।

তখন সাহায্য চেয়ে অশোকনগর থানায় ফোন করেন নিগৃহীতা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্তকে আটক করে। রবিবার রাতে এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে অশোকনগর থানার চৌরঙ্গির কাছাকাছি একটি রাস্তায়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/west-bengal-weather-rain-forecast-in-bengal-as-an-effect-of-cyclone-gati/

উত্তরপ্রদেশের হাথরসে দলিত মেয়ের ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল গোটা দেশ। দেশের নানা প্রান্তে প্রতিনিয়ত নারীদের উপর ক্রমবর্ধমান অপরাধ বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন বিভিন্ন মহল।

ঠিক এইসময়ে অশোকনগরের এই অষ্টাদশী তরুণীর সাহস তাঁদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠল।  তার সাহসকে স্যালুট জানিয়েছেন অনেকেই। এদিন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিগৃহীতা।

সম্পর্কিত পোস্ট